শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সাঁতারে অনন্য অর্জন

[মাহফুজা খাতুন শিলা]

সাঁতারে অনন্য অর্জন

ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত ২০১৬ দক্ষিণ এশীয় গেমসে ৫০ মি: ও ১০০ মি: ব্রেস্টস্ট্রোকে দুটি স্বর্ণপদক অর্জন করেন মাহফুজা খাতুন শিলা। দীর্ঘ ১০ বছর পর এসএ গেমসের সাঁতার থেকে বাংলাদেশকে স্বর্ণজয়ের আনন্দে ভাসিয়েছেন তিনি। এই পদক জিততে তিনি সময় নিয়েছেন ৩৪ দশমিক ৮৮ সেকেন্ড। মাহফুজা ২০০৬ সালে কলম্বো এসএ গেমসে শ্রীলঙ্কার রাহিম মাইয়ুমির রেকর্ড ভেঙেছেন। ওই লঙ্কান সাঁতারু সেবার ৩৪ দশমিক ৯৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেলেন। মাহফুজা যশোর জেলার অভয়নগর উপজেলায় এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা আলী আহমদ গাজী এবং মা করিমন নেছা। দুই ভাই তিন বোনের মধ্যে মা-বাবার চতুর্থ সন্তান তিনি। ২০০৬ সালে দক্ষিণ এশীয় গেমসে ১০০ মিটার ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে তিনি দুটি ব্রোঞ্জপদক অর্জন করেন। ২০১০ সালে দুটি রৌপ্য পদক জয় করেন। ২০১৪ কমনওয়েলথ গেমস গ্লাসগোতে দেশের প্রতিনিধিত্ব করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর