শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের সাহসী নারী

[সারা হোসেন]

যুক্তরাষ্ট্রের সাহসী নারী

যুক্তরাষ্ট্রের সাহসী নারী সম্মাননা পেয়েছেন ব্যারিস্টার সারা হোসেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ইন্টারন্যাশনাল ওমেন অব কারেজ অ্যাওয়ার্ড ২০১৬ গ্রহণ করেন তিনি। সারার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়ার অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি উপস্থিত ছিলেন। বিশ্বের আরও ১৩ জন এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। ব্যারিস্টার সারা হোসেন শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার, লিঙ্গ সমতা এবং নারীর প্রতি সহিংসতা দূর ও নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখায় তাকে ওমেন অব কারেজ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের মেয়ে সারা হোসেন একজন মানবাধিকার আইনজীবী। তিনি বাংলাদেশে সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় আইনি লড়াই করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের নির্বাহী পরিচালক।

সর্বশেষ খবর