শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

গ্লোবাল আর্ট চ্যাম্পিয়ন

[বর্ণালী বাগচী]

গ্লোবাল আর্ট চ্যাম্পিয়ন

বাগেরহাটের প্রত্যন্ত গ্রামের বর্ণালী বাগচীর গ্লোবাল আর্ট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০১৬ অর্জন চমক সৃষ্টি করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ২০১৪ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বিশ্বের ১৪টি দেশের সেরা পাঁচটি করে ছবি এই প্রতিযোগিতায় অংশ নেয়। ১৪ দেশের সেরা ৭০টি ছবির মধ্যে আটটি চ্যাম্পিয়ন হয়। এর মধ্যে আছে বাংলাদেশের ছোট্ট মেয়ে বর্ণালী বাগচীর আঁঁকা গ্রামের ছবি। বর্ণালী কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এ সময় বর্ণালী বাগচীর হাতে ১০০ ডলারের সমপরিমাণ পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়কেও পুরস্কৃত করা হয়। বিদ্যালয়ের পুরস্কার হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ২০০ ডলারের সমপরিমাণ অর্থ তুলে দেন ডব্লিউএফপি ও শিক্ষা কর্মকর্তারা।

সর্বশেষ খবর