শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশের স্বর্ণকিশোরী

[শাহজিয়া শাহরিন আনিকা]

বাংলাদেশের স্বর্ণকিশোরী

বাংলাদেশের কিশোরী আনিকা এ বছর ‘উইমেন ডেলিভার কনফারেন্স ২০১৬-এ অংশ নিয়ে দেশের প্রতিনিধিত্ব করেন। বিশ্বের ১৬৯টি দেশের ছয় হাজারের অধিক মানুষ অংশ নেন ওই কনফারেন্সে। আর ওই কনফারেন্সে বাংলাদেশেরও একটি দল অংশ নেয়। ওই দলের নেতৃত্ব দেন স্বর্ণকিশোরী শাহজিয়া শাহরিন আনিকা। তার মেধা, চিন্তা, উপস্থিত বুদ্ধিমত্তা দেখে কনফারেন্সের প্রধান অতিথি ডেনমার্কের প্রেসিডেন্ট লার্স লকি রেসমোসেনসহ উপস্থিত অতিথিরা প্রশংসা করেন। এ ছাড়াও বর্ষসেরা স্বর্ণকিশোরীর খেতাব পেয়েছে একটি বেসরকারি টেলিভিশন থেকে। আর ওখানেই থেমে থাকেনি স্বপ্নে বিভোর কিশোরী আনিকা। তার মেধা, চিন্তা, উপস্থিত বুদ্ধিমত্তাকে জানান দিতে ছুটে চলেছে দেশের এ প্রান্ত থেকে অপর প্রান্তে। এরই মধ্যে সুযোগ আসে ডেনমার্কে বিশ্বের সবচেয়ে বড় নারী সম্মেলন-২০১৬-এ অংশ নেওয়ার। দেশের প্রতিনিধিত্ব তখন ডেনমার্কে গিয়েছিল।

সর্বশেষ খবর