প্রিন্ট ভার্সন
নারী ফুটবলে জাগরণ নারী ফুটবলে জাগরণ

পেছনের গল্পটা এমন; মেয়েরা খেলবে ফুটবল! ওটা ছেলেদেরই খেলতে দাও। ফিফার বাধ্যবাধকতা আছে তো কী হয়েছে। নামকাওয়াস্তে একটা দল থাকলেই হলো! এখানে সামাজিক বাস্তবতাটা আগে মানতে হয়। তারপর বৈশ্বিক। পাড়ার লোকেরা বলে, মেয়েকে পাঠিয়েছ সবার সামনে ফুটবল খেলতে! ওদেরকে বরং একটা লুডু কিনে দাও। কিছু পুতুল আর হাঁড়ি-পাতিল দিয়ে বসিয়ে দাও। গ্রামের সেই লোকদের কে বুঝাবে, মেয়েরা এখন আর পুতুল-হাঁড়ি-পাতিলে…