শনিবার, ৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

গাছের আলোতে এবার পথ চলবে পথিক

শনিবারের সকাল ডেস্ক

গাছের আলোতে এবার পথ চলবে পথিক

সায়েন্স ফিকশন মুভি অ্যাভাটারের কথা নিশ্চয়ই মনে আছে সবার। সেখানে দেখা গিয়েছিল আলো দেওয়া গাছ। এবার এটাই সত্যি হতে চলেছে। মধ্যরাতে পথে বের হলে একমাত্র ভরসা রাস্তার দুই পাশের স্ট্রিট লাইটের মতো আলো দেবে গাছ। হতে পারে স্ট্রিট লাইটের বিকল্প। নাম দেওয়া হয়েছে গ্লোয়িং ট্রি। এর জন্য কাজ করছেন একদল বিজ্ঞানী। গ্লোয়িং ট্রি হচ্ছে এমন এক ধরনের গাছ, যার গা থেকে আলো বেরুবে। এটা অনেকটা জেলিফিশ বা জোনাকি পোকার মতো। ডান রুসগার্ড নামের একজন আর্টিস্টের মাথায় প্রথম আসে গ্লোয়িং ট্রি’র ভাবনা। রুসগার্ড, বিজ্ঞানী অ্যালেকজান্ডার ক্রিকেভস্কি এবং স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক কাজ করছে গ্লোয়িং ট্রি নিয়ে। এ ধরনের জলজ ব্যাকটেরিয়া লুমিনিসেন্ট  থেকে ডিএনএ সংগ্রহ করে তা গাছের ক্লোরোপ্লাস্টের সঙ্গে মিশিয়ে গ্লোয়িং ট্রি তৈরি করার উপায় আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। মূলত রাতের বেলা গাছের ভিতর নানারকম রাসায়নিক ক্রিয়ার ফলে তৈরি এই আলো। প্রাথমিকভাবে বিজ্ঞানীরা সফলও হয়েছেন। তবে গ্লোয়িং ট্রি থেকে আলো পাওয়া যাচ্ছে ৪ ঘণ্টা। বাসার রিডিং রুমে ল্যাম্প হিসেবে ব্যবহার করা যাবে এই গ্লোয়িং ট্রি। অনেকেই আশা করছেন ভবিষ্যতে এই গ্লোয়িং ট্রিগুলোকেই রাস্তার দুই পাশে লাগানো হবে স্ট্রিট লাইটের পরিবর্তে। সেক্ষেত্রে গ্লোয়িং ট্রি’র আলোই রাস্তা আলোকিত করে রাখবে। ফলে আর প্রয়োজন হবে না স্ট্রিট লাইটের।

রুসগার্ডের এই পরিকল্পনা সাফল্যের মুখ দেখলে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে অনেকাংশে। সঙ্গে এড়ানো যাবে স্ট্রিট লাইটের ঝক্কি-ঝামেলাও। এখন কেবল রুসগার্ডের স্বপ্ন সত্যি হওয়ার অপেক্ষা।

সর্বশেষ খবর