শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আনোয়ারের ডিজিটাল ধান মাড়াই মেশিন

রিয়াজুল ইসলাম

আনোয়ারের ডিজিটাল ধান মাড়াই মেশিন

আঁটি রেখে ধান মাড়ি, এই স্লোগানকে সামনে রেখে এবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ডাক্তার আনোয়ার কৃষিযন্ত্র ডিজিটাল ধান মাড়াই মেশিন তৈরি করেছেন। সম্প্রতি পৌর এলাকার চার্দপাড়ায়, ডাক্তার আনোয়ারের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ডিজিটাল ধান মাড়াই মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুস সালাম চৌধুরী। বাজারে যতগুলো ধান মাড়াই মেশিন রয়েছে, ওইসব মেশিন দিয়ে ধান মাড়াই করলে ধানের যে খড়টি থাকার কথা সেটি নষ্ট হয়ে যায়। অথচ এই খড়টি গো-খাদ্যসহ নানা কাজে ব্যবহার করা হয়। বাজারে এই খড়ের চাহিদা অনেক বেশি। খড় ঠিক রাখার চিন্তা থেকে তিনি এই ডিজিটাল ধান মাড়াই মেশিন তৈরি করেছেন। তার এই মেশিনে ধান মাড়াই করলে ধানের আঁটি ভাঙতে হবে না, এতে খড়টির কোনো ক্ষতি হবে না। আঁটি ঠিক রেখে ধান মাড়াই হবে তুলনামূলক কম খরচে ও কম সময়ে। উপজেলার আলাদিপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মৃত ডাক্তার আলাউদ্দিন সরকারের ছেলে পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন। তিনি ২০১৪ সালে কৃষিযন্ত্র কম্পাইন্ড হারবেস্টার মেশিন তৈরি করে জাতীয় পুরুস্কার অর্জন করেন। এরপর তিনি একে একে ডিজিটাল আনোয়ার এক্সেল রিমোট কন্ট্রোল পাওয়ার টিলার, মিনি ট্রাক্টর কৃষিযন্ত্র তৈরি করেছেন। এবার  তৈরি করলেন ডিজিটাল ধান মাড়াই মেশিন। ডাক্তার আনোয়ার হোসেন বলেন, এই মেশিনে যেসব যন্ত্রাংশ ব্যবহার হয়েছে, তার সবই নিজস্ব লেদে তৈরি করা। তাই বাজারের অন্যান্য মেশিনের তুলনায় এই মেশিনের দাম পড়বে অনেক কম। ফলে কৃষকরা সহজে ক্রয় করতে পারবে।

সর্বশেষ খবর