শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
প্রযুক্তি

আর নয় তেল এবার পানিতেই চলবে গাড়ি!

শনিবারের সকাল ডেস্ক

আর নয় তেল এবার পানিতেই চলবে গাড়ি!

আধুনিকতার সঙ্গে সঙ্গে বাড়ছে গাড়ির সংখ্যা। সেই সঙ্গে কমছে জ্বালানি তেল। বাড়ছে জ্বালানির ব্যবহার। সড়কে  দৌড়ে বেড়ানো গাড়ি থেকে যে জ্বালানিভস্ম বের হয় তা পরিবেশের জন্য ক্ষতিকর। এছাড়া জ্বালানির মূল্য পরিশোধে ব্যয় হয় প্রচুর অর্থ। তাই পেট্রল বা গ্যাসের বিকল্প হিসেবে পানি দিয়ে গাড়ি চালানোর উপায় উদ্ভাবনে কাজ শুরু করেন ইসরাইলের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা আভিভ জিদান।

পেট্রল বা ডিজেল নয়। কেবল পানি ভরলেই চলবে গাড়ি। কোনো সায়েন্সফিকশন সিনেমায় নয়, শিগগিরই বাস্তবে এমনটা ঘটবে। অ্যালুমিনিয়াম-এয়ার, জিঙ্ক এয়ার ব্যাটারিতে চলবে নতুন ধরনের এ গাড়ি।

এ ব্যাটারিগুলো বাতাস থেকে অক্সিজেন নিয়ে ধাতুগুলোর সঙ্গে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করতে পারে। সেই শক্তিতেই চলবে গাড়ি। কোনো কার্বন ডাই-অক্সাইড নির্গত হবে না গাড়ি থেকে। এছাড়া প্রতিটি পদার্থই পুনরায় ব্যবহারযোগ্য।

এই গাড়ি এক ব্যাটারিতে টানা ৩০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। তবে ব্যাটারিতে ভরতে হবে পানি, তা থেকেই অক্সিজেন নেবে এটি। আর খানিকটা চলতেও পারবে। পানি ও বাতাস এই গাড়ির ব্যাটারির শক্তির উৎস।

এ আইডিয়ার উদ্ভাবক ইসরায়েলের সংস্থা ফিনার্জির সিইও আভিভ জিদানের  কাছে এ সংক্রান্ত আরও ১৫টি পেটেন্ট রয়েছে। পজিশনিং সিস্টেম, নেটওয়ার্ক প্রোটোকল, নেভিগেশন অ্যাকিউরেসি নিয়েও কাজ করেন তিনি।

বিকল্প শক্তির অনুরাগী এই গবেষক মেটাল-এয়ার  টেকনোলজির সাহায্য নিয়েছেন। ইসরায়েলের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক আরিয়ে জাবানের গবেষণাগারে এই জিরো এমিশন-হাই ডেনসিটি সিস্টেমের ব্যাটারি তৈরি করা হয়েছে।

সর্বশেষ খবর