শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
বেলজিয়াম পার্লামেন্টের এমপি প্রার্থী

বাংলাদেশি শায়লা শারমিন

তানিয়া তুষ্টি

বাংলাদেশি শায়লা শারমিন

বেলজিয়াম পার্লামেন্টে এমপি নির্বাচিত হলে সবার আগে আমি বাঙালি সংস্কৃতিকে এদেশের মূলধারার সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে একনিষ্ঠভাবে কাজ করব। সেই সঙ্গে এখানকার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি আদায়ে সব রকম চেষ্টা চালিয়ে যাব

 

বেলজিয়াম পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে ২৬ মে ২০১৯। নির্বাচনটি শুধু বেলজিয়ামের জন্য গুরুত্বপূর্ণ নয়, প্রবাসী বাংলাদেশিদের জন্যও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ বাংলাদেশি বংশোদ্ভূত শায়লা শারমিন বেলজিয়াম জাতীয় এই নির্বাচনে এমপি প্রার্থী হয়েছেন। দেশটির রাজনৈতিক দল পিভিডিএ থেকে মনোনয়ন নিয়ে তিনি পার্লামেন্ট এমপি পদপ্রার্থী হিসেবে এন্টোয়রপেন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেলজিয়াম জাতীয় নির্বাচনে তিনিই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। এছাড়াও বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম এই শহরের বর্তমান কাউন্সিলর (পিভিডিএ) হিসেবে আছেন শায়লা শারমীন।

 

বহু ভাষাভাষী অভিবাসীদের আবাস এই নির্বাচনী এলাকায়। তুলনামূলকভাবে বেলজিয়ামের বিখ্যাত ডায়মন্ড শহর নির্বাচনী এলাকায় সবচেয়ে বেশি বাংলাদেশির বসবাস। ধারণা করা হয় এ কারণে পিভিডিএ পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শারমিন শায়লা। বাংলাদেশি অধ্যুষিত এলাকার কারণে বেলজিয়াম আসন্ন নির্বাচনে শারমিন শায়লাকে হট ফেবারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

 

বেলজিয়াম জাতীয় নির্বাচনে শারমিন শায়লার প্রার্থী হওয়ার গল্প এখন প্রবাসী বাঙালিদের মুখে মুখে। ব্রিটেন, কানাডার পর বেলজিয়ামে প্রথম কোনো বাংলাদেশির জাতীয় নির্বাচনে অংশগ্রহণ অবশ্যই তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।

 

পার্লামেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ বেলজিয়াম মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের সম্পৃক্ততার একটি উদাহরণ সৃষ্টি হলো। বহুজাতিক এ উন্নত সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থায় বাংলাদেশিরাও যে যোগ্য নেতৃত্ব প্রদানে সক্ষম এ মনোনয়ন তারই দৃষ্টান্ত বহন করে। তার বিশ্বাস, এই দৃষ্টান্তকে সামনে রেখে ভবিষ্যতে বেলজিয়াম জাতীয় রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসন্ন পার্লামেন্ট নির্বাচনে দলমত-নির্বিশেষে তিনি সবার একান্ত সহযোগিতা কামনা করেন। তিনি সবার কাছে দোয়াপ্রার্থী।

 

প্রবাসী বাংলাদেশিদের বেলজিয়াম তথা সমগ্র ইউরোপে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত করাই তার স্বপ্ন। একসময় বাংলাদেশি প্রবাসীরা এখানে নানারকম সমস্যার মুখোমুখি হতো, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতো, অনেক সংগ্রামের ফলে বাঙালি সে সব পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ‘বেলজিয়াম পার্লামেন্টে এমপি নির্বাচিত হলে সবার আগে আমি বাঙালি সংস্কৃতিকে এদেশের মূলধারার সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে একনিষ্ঠভাবে কাজ করব। সেই সঙ্গে এখানকার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি আদায়ে সব রকম চেষ্টা চালিয়ে যাব।’

 

বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বেলজিয়ামে মূলধারার সংস্কৃতির সমন্বিতকরণে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।  বেলজিয়ামে পিভিডিএ পার্টির তরুণ রাজনীতিক হিসেবে শায়লার যেমন ব্যাপক পরিচিতি ও তেমনি অর্জন করেছেন সুনাম। একইভাবে সমগ্র ইউরোপেও তিনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন তার কর্ম ও প্রচেষ্টার মাধ্যমে।

 

১৫ বছর আগে ব্যবসায়ী স্বামী জাহিদুল ইসলামের সঙ্গে বেলজিয়ামে আসেন শায়লা শারমিন। জাহিদুল ইসলাম ও শায়লা শারমিন দুজনই বরিশালের বাসিন্দা। স্বামী ও একমাত্র ছেলে সায়মনকে নিয়ে বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেনে বসবাস করছেন শায়লা শারমিন। বর্তমানে পরিবারের সবাই বাংলাদেশ ও বেলজিয়ামের নাগরিক।

 

বেলজিয়ামে এসে শায়লা শারমিন রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে যুক্ত হয়েছেন। তখন থেকে শায়লা শারমিন স্থানীয় বেলজিয়ামের নাগরিকসহ সব দেশের নাগরিকদের কাছে বেশ জনপ্রিয়। ২০১৮ সালের ১৪ অক্টোবর বেলজিয়ামের এন্টোয়রপেন জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশি অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচন করে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন শায়লা শারমিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর