শনিবার, ১৫ জুন, ২০১৯ ০০:০০ টা

জমজমাট জামাই মেলা

আবদুর রহমান টুলু, বগুড়া

জমজমাট জামাই মেলা

বগুড়ার শেরপুর উপজেলায় বসে জামাই মেলা। প্রায় সাড়ে ৪শত বছরের ঐতিহ্যবাহী মেলা উপলক্ষে উপজেলার প্রায় ২০ গ্রামে থাকে নানা আয়োজন। ঘরে ঘরে চলে ঈদের আনন্দ আর জামাইদের বরণ করে নেওয়া। গ্রামগুলো মেয়ে-জামাই দিয়ে ভরে ওঠে। এর সঙ্গে মেলায় চলে সারা রাত কেনাবেচা। মেলা উপলক্ষে সবাই নিজ নিজ আত্মীয়স্বজনকে দাওয়াত করে বাড়িতে আনেন। বিশেষ করে নতুন জামাই-বউকে নিয়ে সবাই ভিন্ন আনন্দে মেতে ওঠেন। শ্বশুর বাড়ির পক্ষ থেকে জামাই বাবুকে মোটা অঙ্কের সেলামীও দেওয়া হয়। সেই সেলামী আর নিজের গচ্ছিত টাকা দিয়ে জামাই বাবুরা মেলা থেকে খাসি কিনে শ্বশুর বাড়িতে আনেন। এমনকি বড় বড় মাটির পাতিল ভর্তি করে মিষ্টান্ন সামগ্রী, সবচেয়ে বড় মাছ, মহিষের মাংস, রকমারি খেলনা কেনেন। এছাড়া শ্যালক-শ্যালিকাদের নিয়ে মেলা ঘুরেফিরে দেখেন। তাদের সার্কাস, নাগোরদোলা, হুন্ডা, জাদু, পতুল নাচ খেলা দেখিয়ে দিনব্যাপী আনন্দ শেষে ছাতা, ছোটদের কাঠের ও ঝিনুকের তৈরি খেলনাসামগ্রী নিয়ে সন্ধ্যায় বাড় ফেরেন। আর গ্রাম্য মানুষরা সেই মেলা থেকে রকমারি মসলা, তুলা, কাঠের সামগ্রী, বড় বড় ঝুড়ি, চুন সারা বছরের জন্য কিনে রাখেন।  মেলা শুরুর প্রায় সপ্তাহখানেক আগ থেকে গ্রামে গ্রামে চলে মাদার খেলা। একটি বড় বাঁশকে লাল কাপড়ে মুড়িয়ে ও নানা রঙে সাজিয়ে তার বিভিন্ন স্থানে চুল লাগিয়ে ১৫-২০ জনের একটি দল বেরিয়ে পড়ে। ঢাক-ঢোল, গান-বাজনার নানা সরঞ্জাম আর লাঠি নিয়ে তারা গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরে খেলা দেখায়। মেলা শুরু হওয়ার আগ পর্যন্ত চলে ওই মাদার খেলা। জ্যৈষ্ঠের দ্বিতীয় রবিবার দলটি মেলা এলাকায় অবস্থিত মাজার প্রাঙ্গণে গিয়ে তা শেষ করে। এ বছরও মেলাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মাদার খেলা চলে। আর ঐতিহ্যবাহী এই মেলাকে সামনে রেখে এলাকায় সাজ সাজ রব পড়ে যায়। উপজেলা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত তিন দিনব্যাপী এ মেলায় যাত্রা, সার্কাস, নাগোরদোলা, পুতুল নাচ, বিচিত্রা, মোটরসাইকেল খেলা, কারখেলাসহ নানা অনুষ্ঠান চলে। মেলায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটার ধুম। দূর-দূরান্ত থেকে আগত বিক্রেতারা এখানে পসরা সাজিয়ে বসেন। এ মেলার প্রধান আকর্ষণ হলো বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র, মিষ্টি, ফল-মূল, নানা জাতের বড় বড় মাছ, কুটির শিল্পসামগ্রী, মহিষ ও খাসির মাংস, রকমারি মসলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর