শনিবার, ২৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

যে পত্রিকায় কেবল ভালো খবর ছাপা হয়

শনিবারের সকাল ডেস্ক

যে পত্রিকায় কেবল ভালো খবর ছাপা হয়

আমরা অনেকেই পত্রিকা হাতে নিয়ে বিরক্ত হয়ে বলি এসব কি হচ্ছে! অনেকেই আছেন যারা পত্রিকাই পড়েন না খারাপ খবর দেখার ভয়ে। এমনই একজন হচ্ছেন এমিলি। পত্র-পত্রিকায় এবং সামাজিক মাধ্যমে যুদ্ধ, সহিংসতা, দুর্ঘটনার খবর দেখতে দেখতে ব্রিটেনের এই নাগরিক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। সে সময় তার মাথায় চিন্তা আসে নতুন একটি পত্রিকা চালু করার। যেখানে কোনো দুঃখজনক ঘটনার খবর থাকবে না, থাকবে শুধু ভালো এবং ইতিবাচক খবর। সেই চিন্তা থেকেই ২০১৫ সালে কক্সহেড ‘দ্য হ্যাপি নিউজ’ নামের একটি পত্রিকার জন্য তহবিল সংগ্রহ করা শুরু করেন।

কক্সহেড জানান, এটি ৩২ পৃষ্ঠার সম্পূর্ণ রঙিন একটি পত্রিকা। যার পুরোটায়ই থাকে শুধু ইতিবাচক খবর। খবরের কাগজ সাধারণত ম্যাডমেডে হয় এবং ততটা রঙিনও হয় না। এই পত্রিকাটি এর ঠিক বিপরীত।

প্রতি তিন মাসে একবার গ্রাহকরা এই পত্রিকা পেয়ে থাকেন। কক্সহেড ২০১৫ সালে তার পরিকল্পনা অনুযায়ী হ্যাপি নিউজের মূল পাতাটি কেমন হবে তার নকশা তৈরি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন এবং লেখেন ‘কল্পনা করুন এমন একটি পত্রিকা যদি বাস্তবে থাকত’। সেই পোস্ট দেখে বেশ কয়েকজন তাকে উৎসাহ দেন পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তখন থেকেই তিনি এই পত্রিকার কাজ শুরু করার সিদ্ধান্ত নেন। তার এই পত্রিকা মানুষের হাতে হাতে ছড়িয়ে পড়ার মাধ্যমেই  জনপ্রিয়তা পেয়েছে। এমিলি বলেন, আমি ও পত্রিকার পাঠকরা এটি হাতে হাতে ছড়িয়ে দিই। প্রতিবেশী বা বন্ধুর কাছে দেওয়া, ট্রেন বা বাসে রেখে আসার মাধ্যমেই এটি নানা শ্রেণির মানুষের কাছে পৌঁছে যায়। পত্রিকাটির ১৩তম সংস্করণ বাজারে এসেছে।

সর্বশেষ খবর