শনিবার, ২৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

শয়তান তাড়ানোর উৎসব

শয়তান তাড়ানোর উৎসব

এক বছরের বাচ্চার ওপর লাফ দিয়ে অতিক্রম করতে বুকের পাটা থাকা জুরুরি। এমন একটা শিশুর ওপর দিয়ে লাফ দিয়ে যাওয়ার সময় যদি দেখেন তার বাবা-মা উৎফল্ল হচ্ছেন, তাহলে বুঝবেন এখানে শয়তান তাড়ানোর উৎসব চলছে। উত্তর স্পেনের কাসট্রিলো ডি মুরসিয়া শহরের শিশুদের ওপর থেকে শয়তান তাড়ানোর উৎসবের চিত্রটি এমনই। স্পেন এমনিতেই আলোচিত নানা রকম উৎসব নিয়ে। কিন্তু শয়তান তাড়ানোর উৎসব আবার কি! এমন অ™ভুত কথা এর আগে কখনো না শুনে থাকলে এবার শুনুন।

শ্বেতশুভ্র বিছানায় গোলাপের পাপড়ি ছড়ানো থাকে। তার ওপর সারি সারি শুয়ে থাকে সদ্য জন্মানো থেকে শুরু করে এক বছর বয়সী শিশু। একজন অদ্ভুত পোশাক পরিহিত লোক শিশুদের ওপর দিয়ে লাফিয়ে পার হয়ে যায়। এভাবেই শয়তান তাড়ানো হয়। এটি উৎসবে পরিণত হয়েছে যার নাম এল সাল্টো ডেল কোলাচো বা এল কোলাচো। স্প্যানিশ থেকে বাংলা করলে এর অর্থ দাঁড়ায়- শয়তানের লাফ। এই উৎসবের বয়স প্রায় চারশ বছর। ১৬২০ সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়। প্রতি বছর জুন মাস মহাসমারোহে কাসট্রিলো ডি মুরসিয়া শহরে এই উৎসব পালিত হয়। চলতি বছর উৎসবটি ২৩ তারিখ পালিত হয়েছে। শহরের ক্যাথলিক রীতির অনুসারী বাসিন্দারা মনে করেন এর মাধ্যমে তাদের নবাগত সন্তানের ওপর থেকে শয়তানের কুপ্রভাব দূর হয়। স্থানীয় স্যানটিসিমো স্যাকরামেন্টো ডি মিনারোভার পাদ্রীরা উৎসবের আয়োজন করেন। যিনি শিশুদের ওপর দিয়ে দৌড়ান তিনি এই পাদ্রী সম্প্রদায়েরই একজন। তার সাজ পোশাক থাকে শয়তানের মতো। এক হাতে একটি চাবুক এবং অন্য হাতে ক্যাসটেন্টোস (এক রকম স্প্যানিশ বাদ্যযন্ত্র) থাকে। উৎসবে যে শিশুদের শুইয়ে রাখা হয় তাদের প্রত্যেকের জন্ম এই শহরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর