শনিবার, ২৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নাম নেই যে গ্রামের শিশুদের

নাম নেই যে গ্রামের শিশুদের

মানব সন্তান জন্মগ্রহণের পর তাকে একটি নাম দেওয়া হয়। সৃষ্টির আদি থেকেই এই প্রথা মানব সমাজে বিদ্যমান। পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি মানুষেরই একটা নাম রয়েছে। ইতিহাসে আমরা একেকজনকে একেক নামে চিনে থাকি। তবে ভারতের এমন একটি গ্রাম রয়েছে যেখানে শিশুদের কোনো নাম দেওয়া হয় না। শুনতে অ™ভুত শুনালেও এটি খুবই সত্যি। নামের বদলে একটি গানের সুরে তাদের ডাকা হয়। আসলে এক ধরনের কম্পন যা একেকটা মানুষের জন্য একেক রকম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সুরেই তারা পরিচিতি পায়। গ্রামটির নাম কং থং। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের খাসিয়া পাহাড়ের পাদদেশে গ্রামটির অবস্থান। প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই গ্রামটি বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন। আধুনিক সভ্যতার অনেক কিছুই এখানে অনুপস্থিত। ফলে গ্রামটি সম্পর্কে খুব বেশি কিছু জানার সুযোগ নেই। কখন থেকে নামের বদলে সুরে সুরে শিশুদের ডাকা শুরু হয় তা সঠিকভাবে গ্রামের কেউই বলতে পারে না। তবে এই প্রথা নিয়ে গ্রামে একটি লোকগাথা আছে। বহুদিন পূর্বে এক ব্যক্তি শত্রুদের হাত থেকে বাঁচার জন্য গাছের ডালে লুকিয়ে ছিল। লুকিয়ে থাকা অবস্থায় তিনি সুরে সুরে তার সঙ্গীদের বিপদের সংকেত দেন। সংকেত পেয়ে তার বন্ধুরা তাকে উদ্ধার করে। সেই থেকে শুরু। এরপর কালের বিবর্তনে এই সুরই জড়িয়ে গেছে গ্রামের মানুষের জীবনযাত্রার সঙ্গে। এই গল্পের সত্যতা খুঁজে পাওয়া কঠিন। তবে ঘটনা যাই হোক বিষয়টি খুবই রোমাঞ্চকর এবং অ™ভুত। কং থং গ্রামে কোনো শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মা নিজের পছন্দের একটি সুর নির্বাচন করেন নাম হিসেবে।

সর্বশেষ খবর