শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঘোড়ায় চেপে ১৮ কিলোমিটার পাড়ি দিয়ে পড়াতে যান এই শিক্ষক

শনিবারের সকাল ডেস্ক

ঘোড়ায় চেপে ১৮ কিলোমিটার পাড়ি দিয়ে পড়াতে যান এই শিক্ষক

শিক্ষকতা মহান পেশা-  একথা সবারই জানা। মাইলের পর মাইল হেঁটে অনেক শিক্ষকেরই পাঠদান করার নজির রয়েছে। ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমের প্রত্যন্ত গ্রাম সুরাপেলামের প্রাথমিক স্কুলের শিক্ষক গাম্বারাই ভেঙ্কটরমন। স্কুলটি প্রতন্ত অঞ্চলে অবস্থিত। সেখানে রাস্তার অবস্থা এতটাই শোচনীয় যে যান চলাচলের মতো পরিস্থিতি নেই। এমন অবস্থায় প্রতিদিন তিনি ১৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে পড়াতে যান। সেখানে কেবল যে যাতায়াত সমস্যা তা নয়; বন্যপ্রাণী আক্রমণের আশঙ্কাও রয়েছে। শিক্ষকের এ ত্যাগ দেখে গ্রামবাসী দারুণ এক সিদ্ধান্ত নিলেন। তাই প্রিয় শিক্ষককে গ্রামের বাসিন্দারা সবাই মিলে চাঁদা তুলে ঘোড়া উপহার দিয়েছেন। গ্রামের মানুষের একটাই চাওয়া, তাদের সন্তানরা যেন লেখাপড়া শেখার সুযোগ পায়। গ্রাামের বাসিন্দা পাঙ্গি সীতারামনের ছেলেও গাম্বারির স্কুলে পড়ে। তার কথায়, ভেঙ্কটরমন স্যার আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্যই এত কষ্ট করছেন। গ্রামবাসীরা চাঁদা তুলে ৯ হাজার টাকা জমিয়ে ঘোড়াটি কিনে দিয়েছেন তাকে।

সর্বশেষ খবর