শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

জাপান যাচ্ছে টিম ক্র্যাক প্লাটুন

♦ দেশে তৈরি প্রথম রেসিং কার ♦ ভারতের তামিলনাড়ুতে সাফল্য

শনিবারের সকাল ডেস্ক

জাপান যাচ্ছে টিম ক্র্যাক প্লাটুন

বাংলাদেশেরও একটি দল নাম লিখিয়েছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল প্রতিযোগিতায়! যদি না ভেবে থাকেন তাহলে আপনার ধারণাকে পাল্টে দেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল তারুণ্যদীপ্ত ও সাহসী তরুণের সমন্বয়ে গঠিত দল ‘টিম ক্র্যাক প্লাটুন’। দেশের অটোমোবাইল শিল্প সামনে এগিয়ে নিতে যারা দৃঢ়প্রতিজ্ঞ।

সবুজে ঘেরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলাদেশে তৈরি প্রথম রেসিং কার দেখে আপনি চমকে যেতে পারেন। বাংলাদেশের রাস্তায় রেসিং কার দেখাটাই যেখানে অবাক করার বিষয় সেখানে এই রেসিং কারটি তৈরি করেছে আমাদের দেশেরই একঝাঁক উদ্যমী তরুণ-তরুণী। টিম ক্র্যাক প্লাটুন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি অটোমোটিভ টিম। যাদের উদ্দেশ্য অটোমোবাইল ক্ষেত্রে গবেষণা, উন্নয়ন এবং যান উৎপাদন। এযাবৎ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ ও স্বীকৃতিলাভ করেছে, তার মাঝে উল্লেখযোগ্য ২০১৬ সালে ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত ‘Quadbike Design Challenge 2016’ (Best Passionate Team) এবং ২০১৭ সালে জাপানে অনুষ্ঠিত Formula SAE Japan 2019 প্রতিযোগিতা। ফর্মুলা রেসিং কার ডিজাইন, নির্মাণ করা এবং বিজনেস কোম্পানি হিসেবে তার বাজারজাতকরণ পরিকল্পনা প্রদর্শনের এই বিশ্ববরেণ্য প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম দল হিসেবে অংশ নিতে তারা ফর্মুলা রেসিং কার তৈরি করে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার। সাফল্যের ধারাবাহিকতায় টিম ক্র্যাক প্লাটুন অংশগ্রহণ করতে চলেছে ঋড়ৎসঁষধ ঝঅঊ ঔধঢ়ধহ ২০১৯ প্রতিযোগিতায়, ই.ভি. ক্লাসে। বিশ্বের মোট ৬টি দেশের ২৭টি দলের একটি হিসেবে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে তারা, যেখানে অংশ নিচ্ছে মোট ১০৭টি দল। জাপানে প্রতিযোগীদের বিচার করা হবে গাড়ির স্ট্যাটিক এবং ডায়নামিক টেস্টের মাধ্যমে। এ ছাড়াও প্রতিযোগিতার অংশ হিসেবে ইতিমধ্যে সব অংশগ্রহণকারী দলের ব্যয়ের খতিয়ান এবং ব্যবসায়-পরিকল্পনা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে।

সর্বশেষ খবর