শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আধুনিক কলমের সংগ্রহশালা

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল

আধুনিক কলমের সংগ্রহশালা

নতুন প্রজন্মকে আধুনিক কলমের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়ামে আধুনিক কলমের সংগ্রহশালা খোলা হয়েছে। বাংলাদেশ টি বোর্ডের উপ-পরিচালক (পরিকল্পনা)  মুনির আহমেদ নিজ উদ্যোগে দেশ-বিদেশ থেকে আধুনিক কলম সংগ্রহ করে এই মিউজিয়ামে দেন। তিন কক্ষের এই মিউজিয়ামের একটি কক্ষের এক পাশের দেয়ালে স্তরে স্তরে আধুনিক কলম সাজিয়ে রাখা হয়েছে। প্রতিদিনই এ রিসোর্টে আসা অতিথিরা এই মিউজিয়াম ঘুরে দেখছেন। এ সময় তারা তাদের সঙ্গে থাকা শিশু সন্তানদের এই কলমের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। সন্তানরাও খুব আগ্রহ নিয়ে এ কলমগুলো দেখছে। এ সংগ্রহশালায় রাখা আছে- ১৯২০ ও ১৯৪৫ সালের শেফার্ড, ১৯২১, ১৯৫২ সালের পার্কার, ওয়াটার ম্যান, মোন্টব্ল্যাক, উইন্সনসহ প্রায় ৪০০টি অভিজাত কলম। এখানে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত দামের কলম রয়েছে। মুনির আহমেদ বলেন, ১৯৮১ সালে তিনি অনার্সের ছাত্র ছিলেন। তখন একটু-আধটু লেখালেখি বা সাহিত্যচর্চা করতেন। তাই কলমের প্রতি তার একটু বেশি শখ ছিল। তখন এমনিতেই কলম জমানো শুরু করেন। কলমের প্রতি তার শখ থাকায় আত্মীয়-স্বজন, বন্ধুু-বান্ধব, স্ত্রী-সন্তানরাও তাকে বিভিন্ন সময় কলম উপহার দিতেন। পরবর্তীতে তিনি বিভিন্ন দেশের অকশন থেকে অধুনিক কলম সংগ্রহ করেন। তিনি বলেন, ‘একসময় আমার সংগৃহীত এই কলমগুলো হারিয়ে যেতে পারে, বা আমাদের ছেলেদের কাছে এর মূল্য নাও থাকতে পারে, তাই কলমগুলো আমি মিউজিয়ামে দিয়ে দিলাম।’

টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়ামের ব্যবস্থাপক মো. শামসুদ্দোহা বলেন, ‘২০০৯ সালে টি রিসোর্টে টি মিউজিয়াম খোলা হয়। এই টি মিউজিয়ামেই গত জানুয়ারি মাসে আধুনিক কলম রাখা হয়। কলমগুলো বাংলাদেশ টি বোর্ডের উপ-পরিচালক (পরিকল্পনা) মুনির আহমেদ দিয়েছেন। এই মিউজিয়ামে আসা দর্শনার্থীরা খুব আগ্রহ নিয়ে কলমগুলো দেখছেন। নতুন প্রজন্ম আধুনিক কলম সম্পর্কে জানতে পারছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর