শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

গুগল প্লে­তে শীর্ষে রূপকথার ডিফেন্ড দ্য আর্থ

গুগল প্লে­তে শীর্ষে রূপকথার ডিফেন্ড দ্য আর্থ

রূপকথা। পুরো নাম ওয়াসিক ফারহান রূপকথা। মাত্র ছয় বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামারের পদবিটি দখল করে রূপকথা বিশ্বে ইতিহাস সৃষ্টি করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়। আর এবার উঠছে গিনেস বুকে। ইতিমধ্যে দ্য নিউইয়র্ক, হেরাল্ড ট্রিবিউন, ক্যালিফোর্নিয়া অবজারভার, এস্টেট নিউজ, চিলড্রেন পোস্ট এবং অনেক আন্তর্জাতিক ওয়েবসাইট তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার হিসেবে অভিহিত করেছে। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন আইটি প্রতিষ্ঠান তাকে একজন সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার হিসেবে সংবর্ধনাও দিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক বিশ্বনন্দিত টিভি অনুষ্ঠান ‘রিপ্লিস বিলিভ ইট অর নট’ রিপ্লিস তাদের নতুন বইতে রূপকথার নাম অন্তর্ভুক্ত করে। এরপর অষ্টম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ টেঙ্ বইয়ে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। অনেক কিছু বুঝে ওঠার আগেই বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে যাচ্ছে সে। উঠতে যাচ্ছে গিনেস বুকে নাম। রূপকথার মা সিনথিয়া ফারহিন রিসা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অধিকাংশ শিশু যখন খেলনাপত্র নিয়ে খেলাধুলা করে তখন রূপকথা তার নিজস্ব কম্পিউটার সিস্টেম (উইন্ডোজসহ) তৈরি করে এবং একজন বিশেষজ্ঞের মতো কম্পিউটার প্রোগ্রামিং করে।

জন্মগতভাবে মেধাবী রূপকথার বাসা রাজধানীর গুলশানে। সিনথিয়ার বাবা ওয়াসিম ফারহান ব্যবসায়ী। অবিশ্বাস্যভাবে মাত্র আট মাস বয়স থেকেই সে কম্পিউটার নিয়ে নাড়াচাড়া শুরু করে এবং দুই বছর বয়সে কম্পিউটারে লেখালেখি করা শিখে ফেলে। মজার কথা হলো, কম্পিউটার প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকায় এখনো তাকে স্কুলে ভর্তি করা হয়নি। রূপকথার মা জানান, এই বিস্ময় বালক প্রতিদিন ১২ ঘণ্টারও বেশি কম্পিউটারের পেছনে ব্যয় করে এবং গেমের কারেক্টর কীভাবে পরিবর্তিত হয় তা জানার চেষ্টা করে। শুধু গেমস নয় নিত্যনতুন প্রোগ্রাম নিয়ে কাজ করতে ভালোবাসে সে। এদিকে প্রকাশের প্রথম মাসেই গুগল প্লে স্টোরে শীর্ষে চলে এসেছে বাংলাদেশের বিস্ময় বালক রূপকথার তৈরি দ্বিতীয় গেম ডিফেন্ড দ্য আর্থ। আর্কেড ঘরানার এই শুটার গেমটি ইতিমধ্যেই ডাউনলোড হয়েছে প্রায় নয় হাজার। গেমটি রেকর্ড পরিমাণ ডাউনলোড হয়েছে ৩ সেপ্টেম্বর। এক দিনে ডাউনলোড হয়েছে ৩ হাজারেরও বেশি। খেলোয়াড়দের কাছ থেকে ৪.৮ রেটিং পেয়ে মঙ্গলবার পর্যন্ত ডাউনলোড করেছে ৮ হাজার ৭০০ বার। বাংলাদেশের গন্ডি পেরিয়ে গেমটি ডাউনলোড হয়েছে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকাতেও। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই শৈশব থেকে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি পেয়ে এসেছে ওয়াসিক ফারহান রূপকথা। বর্তমানে সে ইউনিটি প্ল­াটফর্মে একটি থার্ড পার্সন শুটার গেম তৈরি করছে। প্রসঙ্গত, ডিফেন্ড দ্য আর্থ এবং স্পেস কলাইডার গেম দুটি মোবাইলের পাশাপাশি পিসিতেও খেলা যায়। পিসি সংস্করণটি রয়েছে রূপকথা স্টুডিও ওয়েব সাইটে। ডাউনলোড ঠিকানা : https://roopkotha-studio.itch.io/defend-the-earth?fbclid=IwAR2j1LSf6FtQEY4rklt0z_JX_zLFijiEQJsymQkYe0ek7igte0FYNipXtIA
Ges https://roopkotha-studio.itch.io/space-collider?fbclid=IwAR3UMNxTkmfBfr9Wm1P6gjAS4tTGbl96tOpVfBSNtSmmNVtpbB6QsmEmXTo

সর্বশেষ খবর