শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বতসোয়ানায় সেরা ইলিয়াস

শনিবারের সকাল ডেস্ক

বতসোয়ানায় সেরা ইলিয়াস

বাংলাদেশের বরিশালের আগৈলঝাড়ায় জন্মগ্রহণ করেন মোস্তফা গিয়াসউদ্দিন ইলিয়াস। নিজের দেশের বাইরে এখন ইলিয়াসের ঝুলিতে ১১টা পুরস্কার। এর মধ্যে দুটো আবার প্রথম পুরস্কার। মোস্তফা গিয়াসউদ্দিন ইলিয়াস যখন বতসোয়ানায় পাড়ি দিয়েছিলেন তখন কৃষি বিষয়ে তার কোনো ধারণা ছিল না। খেতে-খামারে কখনো কাজও করেননি। কিন্তু জীবন মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তা কেউ জানে না। বরিশাল থেকে বতসোয়ানার পথে ইলিয়াসের জীবনটাও কোনো অংশে মুভি থেকে কম নয়। মোস্তফা গিয়াসউদ্দিন ইলিয়াসের এখন ৫৪ বছর বয়স। ইলিয়াস সে দেশের রাজধানী গাবোরনের শহরতলিতে ১০ একর জমিতে গড়ে তুলেছেন নিজের বিশাল খামার। কিন্তু শুরুতে শখে খামার শুরু করলেও এখন তা বিশালাকার ধারণ করেছে। এতখানি পথ পেরুনো অত সহজ বিষয় ছিল না তখনকার মোস্তফা গিয়াসউদ্দিন ইলিয়াসের জন্য। বিশেষ করে যে দেশের ভূমি আধা-মরুময়, আবহাওয়া বড়ই রুক্ষ।

আর পানির অভাব তো আছেই। কঠোর পরিশ্রম আর দৃঢ়সংকল্পই তাকে সবশেষে জয়ী হতে সাহায্য করেছে। কৃষির বিষয়ে ইলিয়াসের ঝুলিতে মোট ১১টা পুরস্কার। বতসোয়ানার কৃষি ও খাদ্যনিরাপত্তা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় কৃষি প্রদর্শনী থেকে এ দুটো পুরস্কার পেয়েছেন তিনি। উন্নত জাতের ফুলকপি ও মুলা উৎপাদনের জন্য পুরস্কারগুলো পেয়েছিলেন ইলিয়াস। তাছাড়া জেলা পর্যায়ে নিজের কাজের জন্য আরও নানা পুরস্কার ও সম্মাননাও পেয়েছেন। ইলিয়াস গণমাধ্যমকে বলেন, ‘আমার খামারে স্থানীয়দের ১৫ জনকে নিয়োগ দিয়েছি। ওরা এতে খুব খুশি। ওখানে কৃষিকাজ করলে সম্মান, মর্যাদা, অর্থ সবই পাওয়া যায় বাংলাদেশের মতো নয়। কঠোর পরিশ্রমের সম্মান পেয়েছি বলে আমি খুবই খুশি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর