প্রিন্ট ভার্সন
ড. মোবারক আহমেদ খানের আবিষ্কার পাট থেকে পরিবেশবান্ধব ঢেউটিন ড. মোবারক আহমেদ খানের আবিষ্কার পাট থেকে পরিবেশবান্ধব ঢেউটিন

ড. মোবারক আহমেদ খান পাট থেকে এর আগে পরিবেশবান্ধব সোনালি ব্যাগ তৈরি করে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন।। তাঁর তৈরি সোনালি ব্যাগ বর্তমানে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হচ্ছে। এক দশক ধরে পরিশ্রমের চেষ্টায় বিজ্ঞানী মোবারক আহমেদ খান বাংলাদেশের আরও কয়েকজন গবেষকের সহায়তায় বেশকিছু এনএফসি বা ন্যাচারাল ফাইবার কমপোজিট প্রস্তুত করতে সক্ষম হন। পাটবিষয়ক গবেষণায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ…