শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিল গেটসের তিন উপদেশ

শনিবারের সকাল ডেস্ক

বিল গেটসের তিন উপদেশ

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। দীর্ঘদিন বিশ্বের শীর্ষ ধনী তিনি। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বজুড়ে জনহিতকর কাজেও তিনি রেখে চলেছেন গুরুত্বপূর্ণ অবদান। সাফল্যের তিন উপদেশ দিয়েছেন তিনি-

 

১. অন্যকে সাহায্যের মাঝেই সম্পদের প্রকৃত মূল্য নিহিত :

অনেকের কাছে জীবনে প্রচুর টাকা কামানোই সফলতার একমাত্র নির্দেশক। ধনদৌলত হয়তো আপনার জীবনের চাহিদা হতে পারে, কিন্তু সেটাকে চূড়ান্ত লক্ষ্য বানিয়ে ফেললে যে সেই জীবন আর জীবন থাকে না, সে কথা বলাই বাহুল্য।

 

২. সাফল্য এবং ব্যর্থতা দুটোই গুরুত্বপূর্ণ :

মাইক্রোসফটের চলার শুরুর দিকে অনেক কঠিন পথ অতিক্রম করতে হয়েছে বিল গেটসকে। অনেক ভুল করেছেন তিনি। সেসব ভুল থেকে শিক্ষা নিয়েছেন। অনেকবার চলার পথের বাধা-বিঘ্ন তার পথরোধ করতে এসেছে। কিন্তু তবুও হাল ছেড়ে না দিয়ে তিনি দাঁতে দাঁত কামড়ে নিজের সঙ্গে নিজের লড়াই চালিয়ে গেছেন।

 

৩. সাফল্যের আনন্দে আত্মহারা হলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে :

মাইক্রোসফটের মতো বিশ্বের শীর্ষস্থানীয় একটি কোম্পানির শীর্ষপদে তিনি অধিষ্ঠিত ছিলেন দীর্ঘদিন ধরে। বিশ্বের শীর্ষ ধনী হিসেবে বারবার নাম উঠেছে তার। কিন্তু তবুও তার সাফল্যের ক্ষুধা কমেনি। প্রতিনিয়ত তিনি সফল হয়েছেন, এরপর সফলতার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আবার সেই লক্ষ্যের পেছনে ছুটেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর