শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিশ্বের সবচেয়ে প্রবীণতম ব্যক্তি

বিশ্বের সবচেয়ে প্রবীণতম ব্যক্তি

জাপানি নাগরিক কানে তানাকাই বিশ্বের সবচেয়ে প্রবীণতম ব্যক্তি। সম্প্রতি জাপানের দক্ষিণাঞ্চলের ফুকুওকার একটি নার্সিংহোমে ১১৭তম জন্মদিন উদযাপনের মাধ্যমে বিশ্বের সবচেয়ে প্রবীণতম ব্যক্তির রেকর্ডটি তিনি ধরে রেখেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, গত বছরের ১১ মার্চ ১১৬ বছর ৬৬ দিন বয়সে তানাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান। জন্মদিন উপলক্ষে নার্সিংহোমের কর্মী ও বন্ধুবান্ধবদের সঙ্গে তানাকা একটি পার্টিতে যোগ দেন। স্থানীয় টেলিভিশন সেটা সরাসরি সম্প্রচারও করে। আসলে তানাকার জন্মদিন ছিল ২ জানুয়ারি। তবে পার্টির আয়োজন করা হয় দুই দিন পর। পার্টির দিন জন্মদিনের কেকের একটি টুকরা খেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তানাকা। তানাকা ১৯০৩ সালে অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, তার বিয়ে হয় ১৯২২ সালে । এর পর তানাকা চার সন্তানের জন্ম দেন। পরে অবশ্য তারা আরেক সন্তানকে দত্তকও নেন।

সূত্র : রয়টার্স

সর্বশেষ খবর