শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
সাফল্য

ওয়ার্ল্ড ইয়ুথ ফোরামে বাংলাদেশের তাহমিনা

শনিবারের সকাল ডেস্ক

ওয়ার্ল্ড ইয়ুথ ফোরামে বাংলাদেশের তাহমিনা

মিসরের শহর শারম এল শেখ-এ তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম-২০১৯’। ৩৫ হাজার আবেদনকারীর মধ্য থেকে শেষ ১৬-তে জায়গা করে এবার অংশগ্রহণ করেছেন বাংলাদেশি মিনা। তার পুরো নাম তাহমিনা ভূঁইয়া মিনা। মালয়েশিয়ায় অধ্যয়নরত এ বাংলাদেশি তরুণীর মাধ্যমে এই প্রথম কোনো বাংলাদেশি অংশগ্রহণ করল এ আয়োজনে। ২০১৯-এর ১৩ ডিসেম্বরে মিসরের রেড সি রিসোর্ট শহর শারম এল শেখ-এ রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল সিসির পৃষ্ঠপোষকতায় এর উদ্বোধন হয়। মধ্যপ্রাচ্য, ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং এশিয়াজুড়ে ১৬টি দেশ থেকে প্রতিভা বাছাই করে মিসর সরকারের আমন্ত্রণে প্রায় ২৫ দিনের জন্য তাদের নিয়ে আসা হয় এ অনুষ্ঠানটির জন্য। এ অনুষ্ঠানে বিশ্বের ৮০টিরও অধিক দেশ থেকে পাঁচ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। সেই সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক তরুণ নেতা, বিভিন্ন ক্ষেত্রে তরুণদের অনুপ্রেরণা জাগানো ব্যক্তিত্ব ও বিশিষ্ট আন্তর্জাতিক ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশি তরুণী তাহমিনা ভূঁইয়া আরও ১৫টি ভিন্ন জাতীয়তার সঙ্গে বাংলাদেশের হয়ে বাংলা ভাষায় প্রতিনিধিত্ব করেন। মিনা বর্তমানে মালয়েশিয়ার সেগি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী। বর্তমানে জাতিসংঘের টেকনোলজি ইনোভেশন ল্যাবে কাজ করছেন। সাংস্কৃতিক অঙ্গনে মালয়েশিয়ায় বাংলাদেশিদের কাছে খুবই আলোচিত তিনি।

সর্বশেষ খবর