প্রিন্ট ভার্সন
অ্যাপ বানিয়ে আইমানের চমক অ্যাপ বানিয়ে আইমানের চমক

কম্পিউটার টেবিলটা তেমন আটপৌরে নয়। আছে কেবল একটি মনিটর, সঙ্গে একটি পিসি। এই টেবিলে বসেই মাউস, কী বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে সামাজিক যোগাযোগের একটি অ্যাপ্লিকেশন (অ্যাপ)। তাও কোনো প্রকৌশলী,  কম্পিউটার ইঞ্জিনিয়ার কিংবা প্রযুক্তি বিশেষজ্ঞ নয়, মাত্র ১০ বছর বয়সী এক শিক্ষার্থী। তাক লাগানো উদ্ভাবন। পড়ছে পঞ্চম শ্রেণিতে। চমক লাগানো এ শিক্ষার্থীর নাম আইমান আল আনাম। উদ্ভাবিত অ্যাপের…