শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
সম্মাননা

ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন ব্যারিস্টার নাজির আহমদ

যুক্তরাজ্য প্রতিনিধি

ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন ব্যারিস্টার নাজির আহমদ

আইনি ও কমিউনিটি সেবায় বিশেষ ও ব্যতিক্রমধর্মী অবদান রাখার জন্য বিশিষ্ট আইনজীবী নিউহ্যাম বারার দুই টার্মের নির্বাচিত ডেপুটি স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদকে ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ (ফ্রিম্যানশিপ) সম্মাননা দেওয়া হয়। গত ২৮ জানুয়ারি লন্ডনের গিল্ডহলের চেম্বারলেইনস কোর্ট রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ব্যারিস্টার নাজির আহমদকে শপথ বাক্য পাঠ করিয়ে অভিনন্দন জানানো হয়। ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার নাজির আহমদ বলেন, “আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে এই সম্মাননা গ্রহণ করছি। এটি আমার কমিউনিটি ও নিউহ্যামের জনগণের জন্য উৎসর্গ করলাম। এই সম্মাননা কমিউনিটির জন্য আরও অধিক কাজ করতে আমাকে নিঃসন্দেহে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।  বিলেত প্রবাসী ব্যারিস্টার নাজির আহমদ ব্রিটেন তথা ইউরোপের সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠিত আইনজীবী। সিলেট জেলার বিশ্বনাথ উপজেলাধীন দৌলতপুর ইউনিয়নের বাহারা দুবাগ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। ছোট বেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। বাংলাদেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে কুমিল্লা শিক্ষা বোর্ডের মেধাবৃত্তি লাভ করে নব্বই দশকের গোড়ার দিকে বিলেত গমন করেন। পরবর্তীতে তিনি লন্ডন ইউনিভার্সিটির কুইনমেরি থেকে এলএলবি (অনার্স) ও একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে বিশ্বখ্যাত লিনকন্স ইন থেকে কৃতিত্বের সঙ্গে বার-এট-ল ডিগ্রি লাভ করেন। তিনি ব্রিটেনের স্বনামধন্য চার্টার্ড ইনস্টিটিউট অব আরবিট্রেটরসের একজন “ফেলো”। তিনি কুইনমেরি ইউনিভার্সিটির এলোমনাই অ্যামবেসেডর ও লন্ডন মেয়র অফিসের ইন্ডিপেনডেন্ট কাস্টডি ভিজিটর ছিলেন। ব্যারিস্টার নাজির আহমদ শক্তিমান লেখক ও বিশ্লেষক। জানা যায়, ১২৩৭ সাল থেকে ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন (ফ্রিম্যানশিপ) সম্মাননা চালু রয়েছে। নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিরা এ সম্মাননা পেয়েছেন।      

সর্বশেষ খবর