শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
কুয়েতে পেলেন সম্মাননা

কর্মদক্ষতা আর পরিশ্রমে বাংলাদেশির সম্মাননা প্রাপ্তি

কর্মদক্ষতা আর পরিশ্রমে বাংলাদেশির সম্মাননা প্রাপ্তি

দীর্ঘদিনের কাজের কর্মদক্ষতা আর পরিশ্রম প্রবাসী মাহবুবুল আলমকে এনে দিয়েছে সম্মাননা। কুয়েত ইউনিভার্সিটি ও ইঞ্জিনিয়ারিং বিভাগের আর্কিটেক্ট কলেজের পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়। এর অংশ হিসেবে হাতে তুলে দেওয়া হয় প্রশংসাপত্র ও ক্রেস্ট।

চট্টগ্রামের রাউজান উপজেলার মাহবুবুল ৩৭ বছর আগে পাড়ি জমান কুয়েতে। ১৯৯০ সালে কুয়েত-ইরাক যুদ্ধ চলাকালীন দেশে প্রত্যাবর্তন করেন। এরপর ১৯৯৭ সালে কুয়েত ফিরে আজও কুয়েত ইউনিভার্সিটির স্টাফ হিসেবে কাজ করছেন। দীর্ঘদিনের সততা ও দক্ষতাই এই সম্মাননার চাবিকাঠি বলে মনে করেন স্টাফ ক্যাটাগরিতে থাকা মাহবুবুল আলম।

কর্মদক্ষতা ও সততার জন্য কুয়েত ইউনিভার্সিটি তাকে এ সম্মাননা দেয়। মাহবুবুল আলমের এক ছেলে এক মেয়ে। ছেলে জার্মানিতে গ্র্যাজুয়েশন শেষ করে চাকরি করছেন। মেয়ে পড়াশোনা করছেন চট্টগ্রাম মহসিন কলেজে। দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে বাকি জীবনটা দেশে পরিবারের সঙ্গে কাটাতে চান তিনি।

 

সর্বশেষ খবর