শিরোনাম
শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

হাঙরের সঙ্গে লড়াই

শনিবারের সকাল ডেস্ক

হাঙরের সঙ্গে লড়াই

ভালোবাসার জন্য দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বাঁধার কথা আমরা কবিতায় জেনেছি। ভালোবাসার মানুষের জন্য হাঙরের মুখে ঝাঁপ দেওয়ার ঘটনা কিন্তু বিরল। এমন একটি ঘটনাই ঘটেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিস এলাকার সাগরে। সাগরে ঝাঁপ দিয়ে হাঙরের মুখ থেকে স্বামীকে বাঁচিয়েছেন এক গর্ভবতী স্ত্রী। সেখানকার সোমব্রেরো প্রবাল প্রাচীরে স্লোরকেলিংয়ে নামেন অ্যান্ড্রু চার্লস এডি নামে ৩০ বছর বয়সী এক ব্যক্তি। কিন্তু পানিতে নামার সঙ্গে সঙ্গে হাঙরের আক্রমণের মুখে পড়েন তিনি। পুলিশ জানিয়েছে, এ সময় পাশেই ছিলেন এডির সন্তানসম্ভবা স্ত্রী মার্গট ডিউকস এডি। হাঙরের পৃষ্ঠীয় পাখনা দেখতে পান তিনি। রক্তে লাল হয়ে যাচ্ছিল পানি। স্বামীর এমন বিপদ দেখে সন্তানসম্ভবা হয়েও বসে থাকতে পারেননি তার গর্ভবতী স্ত্রী মার্গট ডিউকস এডি। স্বামীকে বাঁচাতে বিনা দ্বিধায় সাগরে ঝাঁপ দেন তিনি। পরে হাঙরকে হটিয়ে স্বামীকে নৌকায় টেনে তোলেন মার্গট। অন্যরা কল দেন ফ্লোরিডার জরুরি নম্বর ৯১১-এ। পরে হেলিকপ্টারে করে তাদের হাসপাতালে নেওয়া হয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর