শিরোনাম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

১২ বছর বয়সেই মহাকাশ নিয়ে পড়াশোনা!

শনিবারের সকাল ডেস্ক

১২ বছর বয়সেই মহাকাশ নিয়ে পড়াশোনা!

‘এরোস্পেস ইঞ্জিনিয়ারিং’ বা মহাকাশ সংক্রান্ত পড়াশোনা অত্যন্ত কঠিন বিষয়গুলোর একটি। ১৮ থেকে ২৫ বছরের আগে এই বিষয়টি নিয়ে পড়াশোনা করা অনেকটাই কঠিন। কিন্তু ১২ বছরের ছাত্র ‘এরোস্পেস ইঞ্জিনিয়ারিং’ পড়বে শুনলে অবাক হওয়ারই কথা। সালেব অ্যান্ডারসন নামে আমেরিকার এক বালক ১২ বছর বয়সে ‘এরোস্পেস ইঞ্জিনিয়ারিং’ পড়ার সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে। বিশ্বের সবচেয়ে কম বয়সী ছাত্র হিসেবে কঠিন বিষয়টি নিয়ে পড়ার নজিরও গড়েছে সালেব অ্যান্ডারসন। জানা যায়, ছোট থেকেই বিরল প্রতিভার অধিকারী অ্যান্ডারসন। সহজেই যে কোনো বিষয় বুঝতে এবং আয়ত্ত করতে পারে সে। মাত্র ৯ মাস বয়সেই সাইন ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেছিল। আর দুই বছর বয়সে ভগ্নাংশের অঙ্কও শিখে নিয়েছিল। এরপরই তার এই বিরল প্রতিভার কথা বুঝতে পারেন সবাই। ওই বয়সেই ফার্স্ট গ্রেড ক্লাসে ভর্তিও হয়েছিল অ্যান্ডারসন। তবে এসবের মধ্যে বিপাকেও পড়তে হয়েছে অ্যান্ডারসনকে। সে জানিয়েছে, মিডল স্কুলে পড়ার সময় অনেক সময়ই বয়সে বড় শিক্ষার্থীরা তাকে তাচ্ছিল্য করত।

শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে মারিয়েটার একটি কলেজ থেকে স্কুল পাস করে এবার বিশ্ববিদ্যালয়ের পথে অ্যান্ডারসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অ্যান্ডারসনের সুযোগ পাওয়া নিয়ে নিজেদের খুশির কথা জানিয়েছেন। এর মধ্যে একদিন কলেজ ক্যাম্পাসেও গিয়েছিলেন অ্যান্ডারসন। তার সঙ্গে দেখা করেন ক্যাম্পাস প্রেসিডেন্ট। ঘুরিয়ে দেখান ল্যাব এবং বিশ্ববিদ্যালয়। পরে জানান, ওই ছাত্রের মতো বিরল প্রতিভা এই বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ায় সবাই খুব খুশি। অ্যান্ডারসনের মা-বাবাও ছেলের কৃতিত্বে গর্বিত। তারা আশাবাদী ছেলে আরও অনেক নাম করবে। এদিকে, নেটিদুনিয়ায় ভাইরাল অ্যান্ডারসনের এই অর্জনের কাহিনি।

               

 

সর্বশেষ খবর