শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ঘরের কাছে আশীর্বাদ গাড়ি

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

ঘরের কাছে আশীর্বাদ গাড়ি

রং-বেরঙের গাড়িটির চারপাশে শোভা পাচ্ছে করোনাভাইরাস নিয়ে সতর্কবার্তা। আছে স্বাস্থ্যবিধির নানা নিয়ম। তবে গাড়িটি নিছক বাহন নয়, এটি বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করার গাড়ি। অসুস্থ, শিশু, বৃদ্ধ, পরিবহন ব্যবস্থা না থাকা, আতঙ্ক-শঙ্কায় ল্যাবে যেতে আগ্রহী নয় কিংবা কোনো কারণে সরকারি পরীক্ষাগারে গিয়ে করোনার নমুনা দেওয়ার সুযোগ যাদের নেই, এমন ব্যক্তির জন্য এটি ‘আশীর্বাদ গাড়ি’। কখনো গাড়ির সাদা কাচের ফাঁকে হাত বের করে কিংবা কখনো গাড়ির পাশে টুল বসিয়ে নমুনা সংগ্রহ করা হয়। সরকারি-বেসরকারি ল্যাবগুলোতে রোগীর ভিড়ের জটলা না মাড়িয়ে ঘরের কাছেই প্রদান করা হচ্ছে সন্দেহভাজন করোনা রোগীর নমুনা। স্বেচ্ছাসেবী সংগঠন অন্তহীন ফাউন্ডেশনের উদ্যোগে গত ১১ আগস্ট থেকে চট্টগ্রাম মহানগরে চালু করা হয় ‘বিআইটিআইডি মোবাইল স্যাম্পল কালেকশন বুথ’। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজের (বিআইটিআইডি) সহযোগিতায় এই কার্যক্রম চলছে। প্রতিদিন নগরের নির্দিষ্ট ছয়টি স্পটে গাড়িটি করোনার নমুনা সংগ্রহ করছে। গরিব, অসহায়, খেটে খাওয়া মানুষসহ তৃণমূলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভ্রাম্যমাণ এই বুথে নমুনা প্রদান করছেন। সরকারি নির্দিষ্ট ছয়টি স্বাস্থ্য কেন্দ্রের রেফারডকৃত রোগীর নমুনা সংগ্রহ করা হচ্ছে।    

অন্তহীন ফাউন্ডেশনের প্রাইম মেম্বার সরফুদ্দিন চৌধুরী কাজল বলেন, ‘এমন অনেকেই আছেন, যারা ল্যাবে গিয়ে নমুনা দিতে অক্ষম। তাদের বিষয়টা বিবেচনায় রেখে সিভিল সার্জন কার্যালয় ও বিআইটিআইডির সহযোগিতায় ভ্রাম্যমাণ নমুনা সংগ্রহ বুথ চালু করা হয়েছে। ছয়টি বুথে সংগঠনের মানবিক সদস্যরা নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত আছেন।’ নমুনা সংগ্রহকারী মো. আলাউদ্দিন বলেন, ‘প্রতিদিন ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। বিআইটিআইডির ল্যাবে পরীক্ষা করে একদিন পরই তাদের রিপোর্ট দেওয়া হয়। এখানে নানা শ্রেণির মানুষ নমুনা দিতে আসেন। নমুনা সংগ্রহে আমরা ছয়জন কাজ করছি।’ জানা যায়, সপ্তাহের ছয় দিন নির্দিষ্ট কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে শনিবার পাঁচলাইশ আরবান ডিসপেনসারি ও বাকলিয়া বালক বিদ্যালয়ের পাশে। রবিবার হালিশহর আরবান ডিসপেনসারি, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন। সোমবার ফিরোজশাহ আরবান ডিসপেনসারি নিউ মনসুরাবাদ মোস্তফা হাকিম স্কুলের পাশে। মঙ্গলবার শেরশাহ আরবান ডিসপেনসারি শেরশাহ কলোনি ২ নম্বর রোড, বায়েজিদ বোস্তামী রোড মিনারের পাশে। বুধবার স্কুল হেলথ আরবান ডিসপেনসারি, মিউনিসিপাল স্কুলের পাশের গলি। বৃহস্পতিবার গাউছুল আজম আরবান ডিসপেনসারি, খাজা রোড চৌধুরী স্কুলের পাশে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সরকার নির্ধারিত ফি ১০০ টাকা দিয়ে নমুনা প্রদান করা যায়।  তবে কেউ টাকা দিতে অক্ষম হলে তাদের বিনামূল্যে নমুনা পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর