শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

রাশিয়ার অর্ডার অব ফ্রেন্ডশিপ পেলেন আশিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাশিয়ার অর্ডার অব ফ্রেন্ডশিপ পেলেন আশিক

চট্টগ্রামের রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান রাশিয়া সরকারের মর্যাদাপূর্ণ ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ পদক লাভ করেছেন। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাতভ   সম্প্রতি আশিক ইমরানকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ পদক হস্তান্তর করেন। জানা যায়, ১৯৭৩ সালে চট্টগ্রাম বন্দরের মাইন অপসারণ অভিযানে নিহত সোভিয়েত ইউনিয়নের নাগরিক ইউরি রেডকিনের সম্মানে নগরের লালদীঘি এলাকায় মেমোরিয়াল স্থাপনের মাধ্যমে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই পদকে ভূষিত হন তিনি। রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাতভ লালদীঘি এলাকায় মেমোরিয়াল স্থাপনের উদ্যোগ নেওয়ায় আশিক ইমরানকে ধন্যবাদ জানান এবং মেমোরিয়াল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সর্বশেষ খবর