শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অক্সিজেন নিয়ে এখনো ছুটছেন তারা

শনিবারের সকাল ডেস্ক

অক্সিজেন নিয়ে এখনো ছুটছেন তারা

প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছে ‘জয় বাংলা অক্সিজেন সেবা’। ২৫ জুন থেকে শুরু হয় তাদের এই কার্যক্রম। ইতিমধ্যে ২০২৫ জন মানুষের কাছে বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে দেশজুড়ে নীরবে কাজ করেছে ছাত্রলীগ। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং ফেনীতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সিলিন্ডার পাঠিয়েও সেবা দেওয়া হচ্ছে বিশেষ এই উদ্যোগের মাধ্যমে। এই কার্যক্রমের উদ্যোক্তা কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সদ্য সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী। তার সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ ছাত্রলীগের উপ-বিজ্ঞানবিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসু সদস্য রফিকুল ইসলাম সবুজ। বর্তমানে সারা দেশে কমপক্ষে ৮০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। এই কার্যক্রমের অন্যতম উদ্যোক্তা  সবুর খান কলিন্স বলেন, ‘অক্সিজেনের অভাবে যেন কেউ মারা না যান সেজন্য আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগ।’ এ উদ্যোগ সম্পর্কে সাদ বিন কাদের চৌধুরী বলেন, ‘অক্সিজেন মজুদ করা ও এর মূল্য বেশি হওয়ায় অনেকে তাৎক্ষণিকভাবে অক্সিজেন গ্রহণ নিশ্চিত করতে পারছে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা বিনামূল্যে ‘জয় বাংলা অক্সিজেন সেবা’র উদ্যোগ হাতে নিয়েছিলাম। যত দিন করোনা সংকট থাকবে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’ অক্সিজেন সেবা প্রদান বেশ ব্যয়বহুল। তিনজন উদ্যোক্তার পারিবারিক আর্থিক সহায়তার পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কার্যক্রমে এগিয়ে এসেছে। স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে সাদ বিন কাদের বলেন, ‘স্বেচ্ছাসেবক বন্ধুদের সহযোগিতায় এই কাজটি পরিচালনায় অনেক সহজ হয়েছে।’ এই সেবার মাধ্যমে উপকৃত দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিন বলেন, ‘আমাদের বাসায় তিনজন করোনা রোগী। একজনের হঠাৎ অক্সিজেন স্যাচুরেশন বিপৎসীমায় চলে যায়।  বিষয়টি জয় বাংলা অক্সিজেন সেবার উদ্যোক্তা সাদ বিন কাদের চৌধুরীকে জানালে এক ঘণ্টার মধ্যে বাসায় অক্সিজেন ভর্তি সিলিন্ডার পৌঁছে যায়। এর জন্য কোনো বিনিময়ও দিতে হয়নি।’ সাদ বিন বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে আমরা বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।’

সর্বশেষ খবর