শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সিঙ্গাপুরের রাষ্ট্রপতি পদকজয়ী বাংলাদেশি

শনিবারের সকাল ডেস্ক

সিঙ্গাপুরের রাষ্ট্রপতি পদকজয়ী বাংলাদেশি

সিঙ্গাপুরে ভালো কাজ ও প্রবাসীদের সচেতনতামূলক সমাজকল্যাণ বিভিন্ন কাজের সম্মানস্বরূপ ‘প্রেসিডেন্টস ভলান্টিয়ারিজম অ্যান্ড ফিনালথ্রপি’ পুরস্কার পেয়েছেন ওমর ফারুকী শিপন নামের এক বাংলাদেশি। সম্প্রতি রাষ্ট্রপতি ভবনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুবের হাত থেকে তিনি এই সর্বোচ্চ সম্মাননা পান। তিনি ‘পিপলস অব গুড’-এ মনোনীত হয়ে পুরস্কারটি গ্রহণ করেন। সিঙ্গাপুরে প্রতি বছর ভালো কাজের সম্মানস্বরূপ রাষ্ট্রপতির সর্বোচ্চ পুরস্কার প্রদান করা হয়। তবে এ বছর চারটি পর্যায়ে রাষ্ট্রপতির সর্বোচ্চ সম্মানে মোট ৩০ জনকে এই পুরস্কার দেওয়া হয়।

সিঙ্গাপুরে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর প্রবাসী বাংলাদেশিরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন। সেই সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব ছড়াতে থাকে। ঠিক তখন এগিয়ে আসেন ওমর ফারুকী শিপন। তিনি সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিঙ্গাপুরের দৈনিক পত্রিকা স্ট্রেটস টাইমস, সিএনএ ও মাদারশিপ এসজি সংবাদপত্রের সংবাদগুলো বাংলায় প্রকাশ করতে শুরু করেন। সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনও তাকে বিভিন্ন সময় তথ্য দিয়ে প্রচারে সহায়তা করেছে। ওমর ফারুকী শিপনের সত্য সংবাদে প্রবাসীদের মনে স্বস্তি ফিরে আসে। এ ছাড়াও তিনি বিভিন্ন সময় তার ফেসবুক পেজে চিকিৎসক ও সমাজসেবকদের নিয়ে লাইভ অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রবাসীদের নিয়ে তার লেখা Migrant life : Stories of reverist ইংরেজি ভাষায় প্রকাশিত হয় ২০১৯ সালে। বইটি বর্তমানে সিঙ্গাপুর ন্যাশনাল  লাইব্রেরিতে তালিকাভুক্ত রয়েছে।

 

সর্বশেষ খবর