শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ই-কমার্সে তারুণ্যের স্বপ্নপূরণ

ফারুক আল শারাহ, লাকসাম

ই-কমার্সে তারুণ্যের স্বপ্নপূরণ

অদম্য তারুণ্য। তরুণদের চোখে-মুখে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন। তারা গড়তে চায় সোনার বাংলাদেশ। প্রযুক্তির উৎকর্ষতায় শহর থেকে গ্রামে আজ উদ্যোক্তাদের জয়জয়কার। সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে তারা গড়ে তুলছেন ক্ষুদ্র শিল্প-কারখানা ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।

দেশের অনলাইন প্ল্যাটফরমে জনপ্রিয় ঠিকানা ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কাজী আপন তিবরানীর স্বপ্নে গড়ে উঠেছে ভিক্টোরিয়া ই-কমার্স ফোরাম (ভিই), লাকসামে হাজেরা আক্তার রূপা ও জি এম এস রুবেল গড়ে তুলেছেন লাকসাম বাজার, আমেরিকা প্রবাসী ইকবাল হোসেন গড়ে তুলেছেন লাকসাম টু আমেরিকা, সাংবাদিক মাসুদ মোস্তাহিদ গড়ে তুলেছেন লাকসাম ক্লাব, তৌহিদুল ইসলাম রবিন গড়ে তুলেছেন লাকসাম অনলাইন, মনোহরগঞ্জের স্বপ্নবাজ তরুণদের ঠিকানা মনোহরগঞ্জ ক্লাব ও মনোহরগঞ্জ বাজার, নাঙ্গলকোটে গড়ে উঠছে নাঙ্গলকোট বাজার। এই অনলাইন প্ল্যাটফরমগুলো স্থানীয় তরুণ-তরুণীদের স্বপ্ন পূরণের ঠিকানা হিসেবে রূপায়িত হচ্ছে। শূন্য থেকে শুরু হওয়া তরুণ-তরুণীদের একজনের সাফল্যে অন্যরাও উদ্যোক্তা হয়ে উঠছেন। এসব অনলাইন ব্যবসার ব্যাপ্তি শুধু কুমিল্লা কিংবা লাকসাম নয়; সারা দেশেই এর বিস্তৃতি। কোহেলী নামক এক নারী জানান, নামমাত্র পুঁজিতে মাছ ব্যবসা শুরু করে এখন তিনি সাফল্যের দ্বারপ্রান্তে। দেশ ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকায়ও তিনি দেশীয় সুস্বাদু ও সামুদ্রিক মাছ ডেলিভারি করেন। শারমিন সুলতানা কাজ করেন হোমডেম খাবার, পুঁতির তৈরি জিনিসপত্র নিয়ে। শুরুর মাত্র দুই মাসেই তিনি ব্যাপক সাড়া পেয়েছেন। প্রায় প্রতিদিনই তিনি ভেজালমুক্ত খাবার ও পুঁতির তৈরি জিনিসপত্রের অর্ডার পাচ্ছেন। নুসরাত মুনা কাজ করছেন শাড়ি-কাপড় ও থ্রি-পিস নিয়ে। অল্প সময়েই তার ব্যবসায় এসেছে চমকপ্রদ সাফল্য। নারীদের পাশাপাশি পুরুষ উদ্যোক্তারাও বিভিন্ন পণ্য নিয়ে কাজ করছেন। তাদের মধ্যে আবার কেউ মৎস্য চাষ, কেউ ডেইরি ফার্ম আর কেউ গড়ে তুলছেন বিভিন্ন ধরনের ক্ষুদ্র শিল্প-কারখানাও। আবার অনেকে  বিভিন্ন পণ্যও বিক্রি করেন।

সর্বশেষ খবর