শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভ্যাকসিন আর পানি বেচেই শীর্ষ ধনী

তালিকাভুক্ত হওয়ার পর থেকেই শেয়ারের দাম ১৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ঝংয়ের ওয়ানতাই বায়োলজিক্যাল করোনার টিকা উন্নয়নে কাজ করছে

জামশেদ আলম রনি

ভ্যাকসিন আর পানি বেচেই শীর্ষ ধনী

বোতলজাত পানি আর টিকা বিক্রি করে এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় উঠে এসেছেন চীনের ঝং শানশান। ভারতের মুকেশ আম্বানিকে পেছনে ফেলে তিনি এ রেকর্ড গড়লেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে এ তথ্য জানানো হয়েছে। তালিকা অনুযায়ী, বিশ্বের ১১তম শীর্ষ ধনী এখন ঝং শানশান। লোন উলফ নামে বেশি পরিচিত ঝং। তালিকায় দেখা গেছে, ঝংয়ের সম্পদ চলতি বছর ৭০০ কোটি মার্কিন ডলার বেড়েছে। তাঁর মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৮০ কোটি মার্কিন ডলার। চলতি বছর রিলায়েন্স গ্রুপের মুকেশ আম্বানির সম্পদের পরিমাণও বেড়েছে। ১ হাজার ৮৩০ কোটি ডলার বেড়ে তাঁর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৬৯০ কোটি ডলারে। তাঁর কর্মজীবন বেশ বৈচিত্র্যময়। তিনি একাধারে সাংবাদিকতা, মাশরুমের চাষ এবং স্বাস্থ্যসেবা খাতে কাজ করেছেন। গত এপ্রিলে বেইজিং ওয়ানতাই বায়োলজিক্যাল নামে তাঁর টিকা তৈরির প্রতিষ্ঠানটি চীনের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর তিন মাস পর তিনি তাঁর বোতলজাত পানির কোম্পানি নংফু স্প্রিং হংকংয়ের শেয়ারবাজারে তালিকাভুক্ত করেন।

এরপর থেকেই নংফু হংকংয়ের সবচেয়ে ঊর্ধ্বগতির শেয়ারে পরিণত হয়েছে। তালিকাভুক্ত হওয়ার পর থেকেই শেয়ারের দাম ১৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ঝংয়ের ওয়ানতাই বায়োলজিক্যাল করোনার টিকা উন্নয়নে কাজ করছে। এ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ২ হাজার শতাংশেরও বেশি বেড়েছে।  এশিয়ার সেরা পাঁচ ধনীর চারজনই এখন চীনের। প্রথমে রয়েছেন শানশান।

 

সর্বশেষ খবর