শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
বছরে আয় করেন ৭৫ হাজার ডলার

হাত দেখিয়েই বাজিমাত

হাজারও বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছে এই মডেল অভিনেতার হাত। কোথাও কোমল পানীয়ের গ্লাস, কোথাও মোবাইল ফোন...

শনিবারের সকাল ডেস্ক

হাত দেখিয়েই বাজিমাত

যুক্তরাষ্ট্রের রে মারটেল মুর। ১০ বছর ধরে মডেলিং পেশায় যুক্ত আছেন। ছাপা হওয়া বিজ্ঞাপন, বিলবোর্ড, টিভি বা অনলাইন প্ল্যাটফরমের বিজ্ঞাপনচিত্র নানা মাধ্যমেই তার উপস্থিতি রয়েছে।  জানলে অবাক হবেন, মুরের হাতকে মডেল করতে হলে কাজের ধরন অনুযায়ী দৈনিক ১৫০ থেকে দেড় হাজার ডলার সম্মানী দিতে হতে পারে। মুর বলছেন, একটি কাজের জন্য সর্বোচ্চ তিনি ৪ হাজার ডলারও পেয়েছেন। হাজারো বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছে এই মডেল, অভিনেতার হাত। কোথাও কোমল পানীয়ের গ্লাস, কোথাও  মোবাইল ফোন কিংবা কুড়মুড়ে চিকেন ফ্রাই দেখা গেছে তার হাতে। ভাবতে পারেন, মুরের হাতেই যেন জাদু বাজিমাত। বিজ্ঞাপন সংশ্লিষ্টদের মতে, তার হাতের আকৃতি ছবি তোলা ও ভিডিও করার জন্য জুতসই। খুব বড় নয়, আবার ছোটও নয় এবং চামড়ার রংও ছবি বা ভিডিও সম্পাদনার ক্ষেত্রে জুতসই। চিপসের প্যাকেট বা মোবাইল ফোন, যেটিই মুরের হাতে ধরিয়ে দেওয়া হোক না কেন, বেশ মানিয়ে যায়। হাত সুন্দর রাখতে প্রতিদিন প্রায় ৩০ বার ময়েশ্চারাইজার ব্যবহার করেন মুর। সপ্তাহে দুবার তাকে ম্যানিকিউর করাতে হয়। মুর বলেন, তার ঘরজুড়ে আছে নানা রকম লোশন ও তেল। ত্বকের যতেœর জন্য অবশ্য লোশনের চেয়ে তেলই তার পছন্দ। কাপড় বা থালাবাসন ধোয়া তার জন্য বলতে গেলে নিষিদ্ধ। কারণ, সাবান বা ডিটারজেন্ট ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। ছবিতে দেখে খুব সহজ মনে হলেও কিছু কিছু শুটের জন্য অনেক পরিশ্রম করতে হয়। সব মিলিয়ে বছরে মুরের আয় প্রায় ৭৫ হাজার ডলার। বিচিত্র হলেও কাজটা উপভোগ করেন জানান এই তরুণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর