শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

হুইলচেয়ারে হাজার ফিট উঁচু নিনা টাওয়ারে আরোহণ

শনিবারের সকাল ডেস্ক

হুইলচেয়ারে হাজার ফিট উঁচু নিনা টাওয়ারে আরোহণ

হংকংয়ের সাবেক রক ক্লাইম্বার  প্যারালাইজড লাই চি-ওয়াই। তিনি সম্প্রতি তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। নিনা টাওয়ারের উচ্চতা ১ হাজার ৪৯ ফিট। সুউচ্চ এই টাওয়ারে দড়ি বেয়ে ওপরে ওঠা বেশ দুঃসাধ্য। অথচ শারীরিক প্রতিবন্ধী লাই চি-ওয়াই হুইলচেয়ারে আরোহণ করে তাক লাগিয়ে দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলছে, ১০ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় প্যারালাইজড হন লাই। তিনিই কিনা হুইলচেয়ারে নিনা টাওয়ারের ৮২০ ফিট আরোহণ করেছেন। জানা যায়, লাই চি-ওয়াই ছিলেন এশিয়ার চ্যাম্পিয়ন রক ক্লাইম্বার। বিশ্বের অষ্টম সেরা ছিলেন তিনি। কিন্তু তার জীবনে হঠাৎ নেমে আসে বিপর্যয়। এক সড়ক দুর্ঘটনা তার সব কেড়ে নেয়। নিনা টাওয়ারে ওঠার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, আমি জানতাম একজন আরোহী হয়ে ওঠার সুযোগ আমার মধ্যে পুনরায় সৃষ্টি হবে। আমি আমার জীবনের নতুন এক দিগন্ত খুঁজে পেয়েছি।

তিনি বলেন, রক ক্লাইম্বিংয়ের সময় পাথর ধরে ওপরে ওঠা যেত। কিন্তু এখানে ছিল গ্লাস। তাই দড়িতেই একমাত্র ভরসা ছিল আমার। বিবিসি বলছে, ৮২০ ফিট উচ্চতায় পৌঁছানোর জন্য লাই সময় নিয়েছেন ১০ ঘণ্টা। শারীরিক প্রতিবন্ধীদের একটি তহবিল গঠনের জন্য এই দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছেন তিনি। তার এই প্রচেষ্টা সফলও হয়েছে।  এখন পর্যন্ত ৫২ লাখ হংকং ডলার জমা হয়েছে তহবিলে।

সর্বশেষ খবর