শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বডি বিল্ডিংয়ে চ্যাম্পিয়ন বাঙালি বধূ

সাইফ ইমন

বডি বিল্ডিংয়ে চ্যাম্পিয়ন বাঙালি বধূ

৪৭ বছর বয়সে সিক্স প্যাকের অধিকারিণী কিরন। বর্তমানে তিনি একজন সেলিব্রিটি ফিটনেস ট্রেনার। অথচ একটা সময় খুবই সাধারণ গৃহবধূ হিসেবেই চলছিল তার জীবন।  দুই বাচ্চার মা কিরনের দিন কাটত সংসার নিয়েই। তার স্বামী শহরের একটি বহুজাতিক সংস্থায় কাজ করছিলেন। এরপর হঠাৎই কিরন জানতে পারেন তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। কিরন বলেন, ‘তখন আমার ওজন ছিল ৭৫ কেজি। তখন আমি সংগীত বিষয়ে স্নাতকোত্তর করছিলাম। গানের প্রতি আমার আগ্রহ ছিল অনেক। সে কারণেই সংগীত বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছি। ইচ্ছে ছিল শিল্পী হব। তবে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার পর থেকেই শরীর নিয়ে আমি চিন্তিত হয়ে পড়ি। তখন শুধু সুস্থভাবে বেঁচে থাকার ইচ্ছেটাকেই আগলে রেখে শুরু করি শরীরচর্চা।’ এই নারী বডি বিল্ডার হিসেবে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছেন। একজন ফিটনেস প্রশিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন। বুদাপেস্ট ওয়ার্ল্ড বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করেন এ নারী। এখানেই শেষ নয়। এই নারী ডিজে হিসেবেও নাম করেছেন। পাশাপাশি এখন পর্যন্ত তিনবার মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে ভ্রমণ করেছেন। একজন মানুষ মধ্যবয়সের পর এসে এত কিছু জেনে নিশ্চয়ই আপনি হাঁপিয়ে উঠেছেন। তবুও গত এক দশকের বেশি সময় ধরে এসবের মধ্যেই নিজেকে ব্যস্ত রেখেছেন দুই সন্তানের জননী। তিনি বলেন, ‘প্রথম দিকে আমি শুধু শরীরচর্চার প্রতিই নজর দিয়েছিলাম। সিক্স প্যাক তৈরির কোনো পরিকল্পনা ছিল না। অসুস্থকালীন সময়ের পর ২০০৭ সালে প্রথম আমি বন্ধুদের সঙ্গে একটি ইয়োগা সেন্টারে যোগ দিই। এরপর শরীরচর্চার প্রতি আকর্ষণ অনুভব করায় এলাকার এক জিমে ভর্তি হই। অবাক করা বিষয় হলো ছয় মাসের মধ্যে ২৪ কেজি ওজন কমিয়েছিলাম।  নিজেকে আরও উচ্চমাপের ফিটনেস ট্রেইনার হিসেবে দেখতে চাই।’

সর্বশেষ খবর