শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

শিক্ষক যখন সেরা উদ্ভাবক

ফারুক আল শারাহ, লাকসাম

শিক্ষক যখন সেরা উদ্ভাবক

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছেন শিক্ষক ফখরুল জসীম। তাঁর মেধা ও পরিশ্রমে প্রতিষ্ঠিত ‘গরিবের কর্মশালা’ আইসিটি প্রশিক্ষণে ব্যাপক সাড়া জাগিয়েছে। যেখানে মাল্টিমিডিয়া কন্টেন্ট নির্মাণে প্রশিক্ষিত হয়েছেন অসংখ্য শিক্ষক। অদম্য মেধাবী শিক্ষক ফখরুল জসীম নাঙ্গলকোটের বড় সাঙ্গিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি আইসিটি ডিভিশনের এটুআই-এর শিক্ষক বাতায়নে সেরা উদ্ভাবক নির্বাচিত হয়েছেন। তিনি শিক্ষক বাতায়নে নিয়মিত শ্রেণি পাঠদানের ভিন্ন ভিন্ন কার্যাদি আপলোড করেন। তাঁর ভিডিও কন্টেন্টগুলো সারা দেশের শিক্ষকদের মাঝে ব্যাপক সমাদৃত। এডমিন, প্যাডাগজি রেটারদের বিবেচনায় তাঁকে সেরা উদ্ভাবক নির্বাচিত করা হয়। ইতিপূর্বে তিনি কুমিল্লা জেলার প্রথম অ্যাম্বাসেডর শিক্ষক এবং শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতাও নির্বাচিত হন। কুমিল্লায় শিক্ষায় আইসিটির বাস্তবায়নে জেলার ১৭টি উপজেলায় ৭৪টি ভেন্যুতে জেলার অন্য আইসিটি শিক্ষকদের নিয়ে তিনি ওরিয়েন্টেশন প্রোগ্রাম সফলভাবে পরিচালনা করেছেন।

ফখরুল জসীম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিয়ন্ত্রিত ফেসবুক পেজ ‘কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুল’ পেজের একজন এডিটর ও নিয়মিত অনলাইন শিক্ষক। তিনি সরকারি পেজ ‘ঘরে বসে শিখি’তেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন। করোনাকালীন তিনি নিয়মিত অনলাইন ক্লাস নেওয়ার পাশাপাশি অন্য শিক্ষকদেরও তাতে উৎসাহিত করেছেন। তিনি জেলার প্রথম অ্যাম্বাসেডর শিক্ষক। এর আগে তিনি শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতাও নির্বাচিত হয়েছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর