শনিবার, ৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

মিংঝুয়ের বিস্ময়কর সাফল্য

শনিবারের সকাল ডেস্ক

মিংঝুয়ের বিস্ময়কর সাফল্য

তাঁর এই বিস্ময়কর সাফল্য গোটা চীনকে রীতিমতো ঝাঁকুনি দিয়েছে। তাক লাগিয়ে দিয়েছে অনেককেই। যেটি অনেকের কাছে ঈর্ষণীয় ব্যাপার। সফল নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে দং মিংঝু বিশ্বের অনেকের কাছে এখন রোল মডেল

চীনে নারী উদ্যোক্তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম দং মিংঝু। ৬৪ বছর বয়সী এই নারী বিশ্বের বৃহত্তম শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্রি (GREE)-এর প্রধান। কঠোর পরিশ্রম আর সৃজনশীল কর্মকৌশলের মাধ্যমে তিনি আজ সফলদের একজন। তাঁর এই বিস্ময়কর সাফল্য গোটা চীনকে রীতিমতো ঝাঁকুনি দিয়েছে। তাক লাগিয়ে দিয়েছে অনেককেই। যেটি অনেকের কাছে ঈর্ষণীয় ব্যাপার। সফল নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে দং মিংঝু বিশ্বের অনেকের কাছে এখন রোল মডেল। সেই সঙ্গে অসংখ্য নারীর অনুপ্রেরণার উৎস তিনি। দং মিংঝু ১৯৭৫ সালে পরিসংখ্যান বিষয়ে স্নাতক পাস করেন। এরপর তিনি চীনের নানজিং শহরে স্থানীয় সরকারের রসায়ন বিজ্ঞানাগারে প্রশাসনিক পদে কর্মজীবন শুরু করেন। ১৫ বছর তিনি সেই চাকরি করেন। বেসরকারি খাতে অপার সম্ভাবনা দেখে তিনি ক্যারিয়ারে দিক পরিবর্তন করেন। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ সালে বিক্রয়কর্মী হিসেবে গ্রিতে যোগ দেন দং মিংঝু। মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি গ্রি ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার বিক্রি শুরু করেন। আট বছর বয়সী পুত্রসন্তানকে নিয়ে জীবন সংগ্রাম চলে এই নারীর। এরই মধ্যে তাঁর স্বামী মারা যান। দং মিংঝু কাজে যোগ দেওয়ার এক মাসের মধ্যে বিক্রি বেড়ে যায়। তাঁর ক্যারিয়ার তর তর করে এগিয়ে যেতে থাকে। মাত্র চার বছরের মাথায় ১৯৯৪ সালে তিনি প্রতিষ্ঠানটির বিক্রয় বিভাগের প্রধান হিসেবে পদোন্নতি পান। এ সময় তিনি বিক্রয় প্রক্রিয়ায় আরও নতুন নতুন কৌশল যুক্ত করেন।  ফলে গ্রি ব্র্যান্ডের পণ্যের কদর আরও বেড়ে যায়।

 

 

সর্বশেষ খবর