শনিবার, ১৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

নিউইয়র্ক পুলিশে সৈয়দ এনায়েতের সাফল্য

শনিবারের সকাল ডেস্ক

নিউইয়র্ক পুলিশে সৈয়দ এনায়েতের সাফল্য

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে প্রথম অক্সিলারি লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পেলেন সৈয়দ এনায়েত আলী। ৯ মার্চ আনুষ্ঠানিকভাবে তাকে পদোন্নতি দেওয়া হয়।

সৈয়দ এনায়েত বাংলাদেশ জাতীয় বক্সিংয়ের প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং দক্ষিণ এশিয়া গেমসের রানার্সআপ বক্সার। ১৯৮৮ সালের বডি বিল্ডিংয়ে হেভিওয়েট ‘মিস্টার বাংলাদেশ’ ১৯৮৯ সালে আমেরিকায় যান। তিনি অক্সিলারি পুলিশ হিসেবে ২০০২ সালে যোগদান করেন এবং তিনি ২০০৯ সালে প্রথম অক্সিলারি পুলিশ সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ১৯৫০ সালে অক্সিলারি পুলিশ গঠন করে। এটি মূলত ভলান্টারি সার্ভিস। কোনো পারিশ্রমিকের বিনিময়ে নয় বরং কমিউনিটিকে সাহায্যের উদ্দেশ্যে শতাধিক বাঙালি কাজ করছেন। এনায়েত আলী বর্তমানে কুইন্স নর্থের ১১৪ প্রেসিঙ্কটে কর্মরত রয়েছেন। এ ছাড়াও তিনি বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপার) করেসপন্ডিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী কুইন্স নর্থের ১১৪ নম্বর পুলিশ প্রেসিঙ্কটে এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। প্রবাসে বাংলাদেশিরা নিজেদের কর্মগুণে দেশের সুনাম বয়ে আনছেন। তাদের হাত ধরে দেশের মর্যাদা এভাবেই বৃদ্ধি পেতে থাকবে- এটাই সবার প্রত্যাশা।

সর্বশেষ খবর