শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ইতালিয়ান লিগে বাংলাদেশি মিডফিল্ডার

শনিবারের সকাল ডেস্ক

ইতালিয়ান লিগে বাংলাদেশি মিডফিল্ডার

করোনাভাইরাসের কারণে বাংলাদেশে হকির সব প্রতিযোগিতা বন্ধ থাকলেও থেমে নেই হকি খেলোয়াড় প্রিন্স লাল সমুন্দ। মালয়েশিয়ার কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তির অধীনে একসময় খেলেন বাংলাদেশি এ মিডফিল্ডার। থাইল্যান্ডে বাছাই পর্বের পর আর্জেন্টিনায় যুব অলিম্পিকেও খেলেন তিনি। তখন থেকে কোচের গুডবুকে নাম লিখিয়েছেন ১৯ বছর বয়সী তরুণ এ খেলোয়াড়। হঠাৎ মার্চের শুরুতে গোবিনাথনের মাধ্যমে ইতালিয়ান হকি প্রতিযোগিতা ‘সিরি আ-২’ চ্যাম্পিয়নশিপের দল পিস্তোইয়া থেকে আমন্ত্রণ আসে। সেটি লুফে নিয়ে এখন ইতালির প্রতিযোগিতায় দাপটের সঙ্গে খেলছেন প্রিন্স। প্রথম ম্যাচে তার দল ৪-২ গোলে জিতেছে কুসকিউবে ব্রেসিয়ার বিপক্ষে। যেখানে প্রিন্সের অ্যাসিস্ট দুটি। চুক্তি অনুযায়ী আগামী জুন পর্যন্ত সেখানে খেলবেন এ মিডফিল্ডার।

পুরান ঢাকার নাজিরাবাজারে বড় হলেও প্রিন্সের হকির চর্চা হয়েছে বিকেএসপিতে। ঢাকা লিগে ওয়ান্ডারার্স ও ভিক্টোরিয়াতে খেলেছেন তিনি। এছাড়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে ওমানের বিপক্ষে সিরিজ খেলেন এ তরুণ। ইতালির ক্লাবে সুযোগ পাওয়ায় প্রিন্স বেশ অবাক। প্রিন্স বলেন, ‘গোপিনাথন স্যার আমাকে প্রথম এ সুযোগের কথা বলেন। আমি রাজিও হয়ে যাই। আসলে ইউরোপের দলের হয়ে হকি খেলতে পারব সেটি কখনো চিন্তাও করিনি। আমি আসলে বেশ অবাক হয়েছি।’ প্রিন্সের দলে বিদেশি কোটায় উগান্ডার দুই খেলোয়াড় আছেন। তাদের সঙ্গে লড়াই করে দলে সুযোগ করে নিয়েছেন তিনি। নিজের সেরাটা দিয়ে লড়াই করে যাচ্ছেন এ তরুণ, ‘এ দলটি প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড় নিয়ে থাকে। সেই সূত্রে আমার এখানে খেলার সুযোগ এসেছে। এখানকার পরিবেশ থেকে সবকিছুই উন্নতমানের। খেলা শেষে কত পারিশ্রমিক পাব জানি না। ওরাই আমার সবকিছু বহন করছে। আর গোপিনাথন স্যার বলেছেন, ‘খেলে যাও, খেলা শেষে ওরা ভালো পারিশ্রমিক দেবে।’ ১০ মার্চ ইতালি যান, থাকবেন জুন পর্যন্ত। শেষ পর্যন্ত থেকে দলের হয়ে সুনাম অর্জন করতে চান প্রিন্স। বর্তমানে ইতালিতে লকডাউন চলছে। তাই ইচ্ছা থাকলেও বাইরে যেতে পারছেন না। প্রিন্স বলেন, ‘ওরা আমাকে সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। প্রথম ম্যাচের পর কোচ আমার প্রশংসা করেছেন। সেখানে আপাতত লকডাউনের মধ্যে আছি। তা কেটে গেলে তখন অন্য জায়গায় যেতে পারব। এখানকার সবকিছুর স্বাদ নেওয়ার সুযোগ থাকবে।’ বাংলাদেশের হকি খেলোয়াড়রা এর আগেও ইউরোপের ক্লাবগুলোতে খেলার সুযোগ পান। রাসেল মাহমুদ জিমি, চয়নসহ বেশ কয়েকজন মাতিয়েছেন ইউরোপের হকি টার্ফ। এবার তাদের উত্তরসূরি তরুণ হকি খেলোয়াড় প্রিন্স লাল সমুন্দ।

 

 

সর্বশেষ খবর