শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

শখের বশে লাখ টাকা আয়

শনিবারের সকাল ডেস্ক

শখের বশে লাখ টাকা আয়

ঢাকার ধানমন্ডি গভঃ বয়েজ হাইস্কুলের শিক্ষার্থী সেজান। এ বছর এসএসসি পরীক্ষা দেবে সে। পড়ালেখার পাশাপাশি রান্না করা তার শখ। দুই বছরের বেশি সময় ধরে রান্নার মাধ্যমে আয় করছে সে। আয়ের টাকা মায়ের কাছে দেয়। তার নিজের আয়েই হাতখরচসহ অন্যান্য খরচ চলে। খন্ডকালীন পেশার মতো রান্নার কাজ করছে সেজান।  নানা খাবার বানিয়ে অনলাইনে সেটি বিক্রি করে। তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে রান্নার রেসিপি দেয়। ইউটিউব থেকে মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় হয়। পাশাপাশি অনলাইনে রান্নার ক্লাস নেয়। সব মিলিয়ে রান্নার কাজ থেকে মাসে সেজানের আয় প্রায় লাখ টাকা।

সেজান জানায়, ‘ছোটবেলা থেকেই মাকে রান্না করতে দেখি। মাকে দেখেই রান্নার প্রতি আগ্রহ জন্মে। এমনও হয়েছে, মা রান্না করতে দেবেন-এমন শর্তে পড়তে বসতাম।’

সেজানের মা নাহার সুলতানা। তিনি একসময় আইন পেশায় যুক্ত ছিলেন। একমাত্র ছেলের দেখাশোনার জন্য তিনি আইন পেশা ছাড়েন। সেজানের বাবা ইস্কান্দর ভূঁইয়া। তিনি কাপড়ের ব্যবসা করেন। তাদের বাসা রাজধানীর মিরপুরে।

নাহার সুলতানা বলেন, ‘একমাত্র ছেলে, তাই সে ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে বলে সবার প্রত্যাশা। কিন্তু ছেলের আগ্রহ রান্না ঘিরে। তাই বিষয়টি নিয়ে আত্মীয়স্বজন নানা কথা বলে। তবে আমরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখি। তাকে বলে দিয়েছি, সে যা-ই করুক না কেন, পড়াশোনাটা ভালোভাবে করতে হবে। তারপর অন্য কাজ। সে আমাদের কথা শোনে। আমরাও তাকে রান্নাসহ অন্যান্য কাজে উৎসাহ দিই।’

ছেলের কাজ নিয়ে গর্ব করেন মা নাহার সুলতানা। তিনি বলেন, ‘এই বয়সী ছেলেদের অনেকেই সারাক্ষণ ফেসবুকে পড়ে থাকে। আমাদের ছেলে তা না করে পড়ালেখার পাশাপাশি উপার্জন করছে। তাকে আমাদের হাতখরচ দিতে হয় না। আয়ের টাকা দিয়ে সে বাজে খরচও করে না। বিষয়টি আমাদের কাছে ইতিবাচক মনে হয়।’

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর