শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা

দুই বক্সার বোনের গল্প

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

দুই বক্সার বোনের গল্প

চমক দেখানো দুই বোন জুঁই রানী রায় ও পরমা রানী রায়। ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস-২০২০’ প্রতিযোগিতায় বক্সিংয়ে রোপ্য পদক জয় করেছে তারা। অদম্য মনোবল আর শিক্ষক ও প্রশিক্ষকদের উৎসাহে মনের দৃঢ়তায় এটা সম্ভব হয়েছে। দিনাজপুর সদরের রাজবাড়ীর সুখসাগর পাড় এলাকায় বাস করে জুঁই রানী রায় ও পরমা রানী রায়। বাবা রাজেন রায় ও মা ডলি রানী রায়ের দুই কন্যা বর্তমানে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পরমা রানী রায় এবং বড় বোন জুঁই রানী রায় দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। উচ্ছ্বাসিত এই দুই বোন আনসার ব্যাটেলিয়নে পেশাদার খেলোয়াড় হিসেবে ভবিষ্যতে যুক্ত হয়ে ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার স্বপ্ন দেখছেন। দুই বোনের কোচ অনিমেষ। কোচের পরামর্শে দিনাজপুর আনসার দলে যোগ দেয় পরমা ও জ্ুঁই। দুই বোনের গল্প এতটা সুখকর নয়। ভূমিহীন পরিবারের কন্যা জুঁই রানী আর পরমা রানী রায়। বাবা রাজেন রায় শারীরিকভাবে অসুস্থতা নিয়েই স্থানীয় তিথি এন্টারপ্রাইজের এক কর্মচারী। তার স্বল্প আয়েই চলে সংসার। তারা দুই বোন আর এক ভাইসহ পাঁচজনের পরিবার। তাদের পড়াশোনার খরচ আর খেলাধুলার উৎসাহ জুগিয়েছে বিদ্যালয় শিক্ষকরা। সপ্তম শ্রেণি থেকে পরমা রানীকে বিনাবেতনে পাঠের সুযোগ দেওয়া হয় বলে জানান সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসাদ্দেক হোসেন। রৌপ্য পদক ছিনিয়ে আনার পর অভিনন্দন জানিয়েছে সর্বমহল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর