শিরোনাম
শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা

গুরু চাচার কঙ্কাল দিয়ে গিটার

শনিবারের সকাল ডেস্ক

গুরু চাচার কঙ্কাল দিয়ে গিটার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা প্রিন্স মিডনাইট। পেশায় তিনি একজন সংগীতশিল্পী। গিটার বাদক হিসেবে সুনাম কুড়িয়েছেন। মূলত তিনি হেভি মেটাল সংগীতচর্চা করেন। হেভি মেটাল সংগীতে তার যাত্রা শুরু হয়েছিল চাচা ফিলিপের হাত ধরে। যিনি ২০ বছর আগে মারা গেছেন। চাচা ফিলিপও ছিলেন হেভি মেটাল মিউজিকের ভক্ত। এমনকি গিটার বাজিয়েছেন বেশ কিছু রক গানে। গ্রিসে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান ফিলিপ। মৃত্যুপূর্বের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ দান করা হয়েছিল স্থানীয় একটি মেডিক্যাল কলেজে। সেখানেই তার দেহের অস্থি-কঙ্কাল প্রায় দুই দশক ধরে ব্যবহার করেছেন চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীরা। তবে কিছু দিন আগে কলেজ কর্তৃপক্ষ প্রিন্স মিডনাইটকে জানায়, ফিলিপের দেহাবশেষ আর তাদের প্রয়োজন নেই। বক্সে করে পাঠিয়ে দেয় ফিলিপের কঙ্কাল। চাচার সেই কঙ্কাল নতুন করে সমাধিস্থ না করার সিদ্ধান্ত নেন প্রিন্স। বরং পরিকল্পনা করেন চাচাকে শ্রদ্ধা জানিয়েই তার দেহাবশেষ দিয়ে তৈরি করবেন বাদ্যযন্ত্র। যেমন ভাবনা, তেমনই কাজ। কিনে আনেন পিকআপ, ভলিউম নব, ফ্রেটবোর্ড, ইলেকট্রনিক সার্কিট এবং স্ট্রিং। আর গিটারের কাঠের চেহারার স্থানে জায়গা করে নেয় মৃত কাকার পাঁজর, মেরুদন্ড এবং কোমরের হাড়। চাচার কঙ্কাল দিয়ে তৈরি এই গিটার দিয়েই বর্তমানে প্রতিদিন সংগীতচর্চা করেন প্রিন্স। আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি তারকা বনে গিয়েছেন প্রিন্স মিডনাইট। এই কঙ্কালের তৈরি গিটার বাজিয়ে সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সর্বশেষ খবর