শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

এক জমিতে একাধিক ফসল চাষে সফল যুবক

শনিবারের সকাল ডেস্ক

এক জমিতে একাধিক ফসল চাষে সফল যুবক

টাঙ্গাইলে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এক জমিতে একাধিক ফসল চাষ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন শাকিল আহমেদ নামে এক যুবক। তিনি এখন স্থানীয় যুবকদের কাছে অনুপ্রেরণা। তার সফলতায় উদ্বুদ্ধ হয়ে আশপাশের কৃষক পরিবারের যুবকরাও চাষাবাদে আগ্রহী হয়ে উঠছেন। শাকিল জেলার দেলদুয়ার উপজেলার আতিয়া ইউনিয়নের গোমজানি গ্রামের আবদুল করিমের ছেলে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি এক জমিতে শসা, বিদেশি জাতের ব্ল্যাকবেরি তরমুজ ও বাঙ্গি চাষ করে সফল হয়েছেন। তার এক জমিতে তিন ফসলের ফলন ভালো হওয়ায় এলাকায় সাড়া ফেলেছে।

জানা যায়, বাড়ির পাশের ছিলিমপুর এম এ করিম উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে এসএসসি পাস করেন। ২০১৪ সালে টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় থেকে এইচএসসি শেষ করেন। ২০২০ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ থেকে বিএসসি শেষ করেন। তিনি জানান, গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় প্রথম লকডাউনের কারণে পরিবারে আর্থিক সংকট দেখা দেয়। ভাবলেন বসে না থেকে কিছু একটা করা উচিত। লকডাউন শিথিলের পর বেসরকারি চাকরির জন্য আবেদন করা শুরু করেন। আবেদনের পর কয়েকটি চাকরিতে মৌখিক পরীক্ষার ডাক পান তিনি। নানা কারণে চাকরির চিন্তা বাদ দিয়ে কৃষি নিয়ে কিছু করার দৃঢ় সিদ্ধান্ত নেন। যাতে নিজে কাজ করার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। শাকিল আহমেদ জানান, কম পরিশ্রমে অধিক ফলনের লক্ষ্যে ভারত থেকে আনা উন্নত প্রযুক্তির আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন তিনি। ফলে জমিতে অতিরিক্ত কোনো শ্রমিকের প্রয়োজন হয়নি। প্রথমে তিনি স্কোয়াশ চাষ করে সফল হয়েছেন। এরপর তিনি শসা, তরমুজ ও বাঙ্গি চাষে সফলতা পান।

সর্বশেষ খবর