শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা
সাফল্য

জম্মু-কাশ্মীরের প্রথম নারী পাইলট মাওয়া সুদান

শনিবারের সকাল ডেস্ক

জম্মু-কাশ্মীরের প্রথম নারী পাইলট মাওয়া সুদান

মানুষ তার স্বপ্নের সমান বড়। কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবল মানুষকে তার স্বপ্নের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। ভারতের জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার বাসিন্দা মাওয়া সুদান ছোটবেলায় পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন। তখন থেকেই তিনি নিজেকে তিলে তিলে গড়েছেন। এখন তিনি একজন সফল নারী। তিনি ভারতের বিমান বাহিনীর পাইলট হওয়ার যোগ্যতা অর্জন করেছেন জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার প্রথম নারী হিসেবে। তিনি মাওয়া সুদান। জানা গেছে, রাজৌরি জেলার নওশেরা এলাকার তেহসিল সীমান্তের লাম্বেরি গ্রামে বাড়ি মাওয়া সুদানের। ভারতের বিমানবাহিনীর ফ্লাইং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। ভারতের বিমানবাহিনীর ১২তম নারী পাইলট এবং রাজৌরি থেকে প্রথম ফাইটার পাইলট হিসেবে তিনি নিয়োগ পেলেন। মেয়ের সফলতায় অনেক খুশি বাবা বিনোদ সুদান। তিনি বলেন, আমি গর্বিত পিতা। এখন সে শুধু আর আমাদের মেয়ে নয়, সে এখন দেশের মেয়ে। এখন আমরা শুধু অভিনন্দন বার্তা পাচ্ছি। মাওয়া সুদানের বোন মানিয়াতা সুদান জানায়, স্কুলে পড়া অবস্থা থেকে মাওয়া ফাইটার পাইলট হতে চেয়েছিল। বড় বোনের জন্য আমি কতটা গর্বিত, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এটা তার শিশুবেলা থেকে স্বপ্ন ছিল। আমি নিশ্চিত যে শিগগিরই তার খ্যাতি ছড়িয়ে পড়বে। মাওয়ার মা সুষমা সুদান বলেন, এতে আমি ভীষণ আনন্দিত। সে আমাদের গর্বিত করে তুলেছে। অনেক কঠোর পরিশ্রম করে মেয়ে আমার সফলতা পেয়েছে। তার বাকি জীবন আনন্দের হোক এই প্রার্থনা করি।

সর্বশেষ খবর