শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা
মানবতা

মানুষের পাশে উদ্দীপ্ত বাংলাদেশ

শনিবারের সকাল ডেস্ক

মানুষের পাশে উদ্দীপ্ত বাংলাদেশ

স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত বাংলাদেশের যাত্রা ২০১৯ সালে। ৩০ জন উদ্যমী তরুণের  এ সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাসিবুল খান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এই ছাত্র সহপাঠী ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলেন উদ্দীপ্ত বাংলাদেশ। বর্তমানে সংগঠনের ২০০ স্বেচ্ছাসেবী দেশব্যাপী কাজ করছেন। ইতিমধ্যে সংগঠনের সদস্যরা দিনাজপুরের বীরগঞ্জে নির্মাণ করেন উত্তরবঙ্গের প্রথম থ্রিডি স্পিডব্রেকার। মুজিববর্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম চালাচ্ছে তারা। এ ছাড়াও দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ, বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পরিচালনা, রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, খুশির ঝুড়ি স্থাপন, শিশুদের মধ্যে খেলাধুলার উপকরণ বিতরণ ইত্যাদি। হাসিবুল খান বলেন, ‘ভাবতেই ভালো লাগে উদ্দীপ্ত বাংলাদেশ এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে আলোচিত নাম। অনেকেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান। মানুষের পাশে দাঁড়াতে চান। শুরুর দিকে অনেক কষ্ট করতে হয়েছে। অনেকের কটু কথা শুনতে হয়েছে। যে কোনো কাজে সাফল্য পেতে একটু সময় লাগে। আর ভালো কাজে সাফল্য পেতে সময়টা একটু বেশিই লাগে। এই সাফল্যে ভর করে আমরা এখন দেশব্যাপী নিজেদের স্বপ্ন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি এবং সে পথেই হাঁটছি।’ সংগঠনটির কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে চট্টগ্রামের বটতলী রেলস্টেশন ও নিউমার্কেট এলাকায় এবং দ্বিতীয় ধাপে নগরীর ষোলশহর রেলস্টেশন, আগ্রাবাদ, কাজীর দেউড়িতে ভাসমান শীতার্ত মানুষের মধ্যে তোশক ও শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ঝুপড়িতে বৃদ্ধ, প্রতিবন্ধী, বিধবা ও হতদরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে স্থাপন করা হয় মানবতার দেয়াল। আর্থিকভাবে অসচ্ছল যে কোনো দরিদ্র ও অসহায় মানুষ এই দেয়াল থেকে তার প্রয়োজন মেটাতে পারবেন। এভাবে সারা দেশে নিজেদের কার্যক্রম ছড়িয়ে দিতে চায় উদ্দীপ্ত বাংলাদেশ।

সর্বশেষ খবর