শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

আরব বিশ্বের প্রথম নারী নভোচারী

শনিবারের সকাল ডেস্ক

আরব বিশ্বের প্রথম নারী নভোচারী

প্রথম আরব নারী নভোচারী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছেন নোরা আল মাতরোশি। আরব আমিরাতের মহাকাশ কর্মসূচির দ্বিতীয় ব্যাচের নভোচারী হিসেবে দুজনকে নির্বাচন করা হয়। নির্বাচিতদের মধ্যে বিশ্বে প্রথম আরব নারী নভোচারী হলেন নোরা আল মাতরোশি।

দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম টুইটারে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন। শিগগিরই অবশ্য কোনো মহাকাশ মিশন পরিচালিত করছে না সংযুক্ত আরব আমিরাত। তবে মাতরোশি আশা করছেন একদিন তাঁর মহাকাশ ভ্রমণের স্বপ্ন পূরণ হবে। মাতরোশি বলেন, ‘আমার মায়ের পরিবারের পক্ষের লোকজন নাবিক। তাঁরা সমুদ্রে অভিযান চালিয়েছেন। অ্যাস্ট্রোনটের গ্রিক অর্থ নক্ষত্রের নাবিক।’ মাতরোশির সঙ্গে নভোচারী প্রশিক্ষণের জন্য নির্বাচিত হওয়া দেশটির আরেক যুবক মোহাম্মদ আল মুল্লা (৩৩)। তাঁরা দুজন এ বছরের শেষদিকে যুক্তরাষ্ট্রে যাবেন এবং নাসার জনসন স্পেস সেন্টারে প্রশিক্ষণ নেবেন। এখন নভোচারী হিসেবে তাঁরা দেশটির অন্য নভোচারীদের সঙ্গে কাজ করছেন।

সর্বশেষ খবর