শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা
অলিম্পিকের ইতিহাসে

ভাই-বোনের প্রথম স্বর্ণ জয়

রাশেদুর রহমান

ভাই-বোনের প্রথম স্বর্ণ জয়

পরিবারে একটা অলিম্পিক পদক থাকলেই তা সারা জীবনের সঞ্চয় হয়ে যায়। একজন সদস্য অলিম্পিকে সোনা জিতলে তা বংশ পরম্পরায় রূপকথার গল্প হয়ে ওঠে। আশপাশের মানুষের কাছে মর্যাদা বেড়ে যায়। সেখানে একই পরিবারের দুই ভাই-বোন অলিম্পিকে সোনার পদক জিতলে তো কথাই নেই। সে ভাই-বোনের অলিম্পিক জয়ের গল্প রূপকথায় পরিণত হতে বেশি সময় লাগে না। টোকিও অলিম্পিকে এমনই এক রূপকথার জন্ম দিলেন জাপানের হিফুমি অ্যাবে ও ইউটা অ্যাবে। একই অলিম্পিকের একই খেলায় সোনার পদক জিতে দারুণ এক ইতিহাস গড়েছেন দুজন। তাও একই দিনে (২৫ জুলাই)! টোকিও অলিম্পিক জুডোতে নারীদের ৫২ কেজি ওজনশ্রেণিতে ইউটা অ্যাবে ও ছেলেদের ৬৬ কেজি ওজনশ্রেণিতে হিফুমি অ্যাবে সোনার পদক জয় করেন। নিপ্পণ বুদোকান স্টেডিয়ামে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফ্রান্সের আমান্দিনে বুশারকে হারিয়ে অলিম্পিক জয় করেন ২১ বছর বয়সী জাপানি মেয়ে ইউটা। ছোটো বোনের সাফল্যের কয়েক ঘণ্টা পর জাপানিদের সোনার পদক উপহার দেন তাঁর ভাই হিফুমি। ছেলেদের ৬৬ কেজি ওজনশ্রেণিতে সোনার পদকের লড়াইয়ে জর্জিয়ার ভাজহা মার্ভেলাশভিলিকে পরাজিত করেন তিনি।

অলিম্পিক সোনা জয়ের পর ২৩ বছর বয়সী হিফুমি বলেন, ‘এটি জীবনের সর্বশ্রেষ্ঠ দিনে পরিণত হলো। আমি মনে করি না, টোকিও অলিম্পিকের মতো এত বড় মঞ্চের চেয়ে অন্য কোথাও একসঙ্গে জ্বলে উঠতে পারতাম আমরা ভাই-বোন। আমি অনেক আনন্দিত।’ অবশ্য অ্যাবে ভাই-বোনের একসঙ্গে সোনা জয়ের ঘটনা এবারই প্রথম নয়। ২০১৮ সালে জুডোর বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজেদের ক্যাটাগরিতে সোনার পদক জয় করেন দুজন। হিফুমি ৬৬ কেজি ওজনশ্রেণিতে ও ইউটা ৫২ কেজি ওজনশ্রেণিতে। দুজনই দুইবার করে জুডোর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় করেছেন।

সর্বশেষ খবর