শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জার্মানির জাতীয় নির্বাচনে প্রার্থী শাহাবুদ্দিন

শনিবারের সকাল ডেস্ক

জার্মানির জাতীয় নির্বাচনে প্রার্থী শাহাবুদ্দিন

ইউরোপের দেশ জার্মানির জাতীয় নির্বাচন আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে একজন ভোটারকে দুটি ভোট দিতে হয়। একটি সরাসরি তার এলাকার সদস্য প্রার্থীকে ও অন্যটি যে কোনো একটি রাজনৈতিক দলকে। জার্মানির ফেডারেল পার্লামেন্টের (বুন্দেস্টাগ) ৫৯৮টি আসনের অর্ধেক ২৯৯টি আসনের সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হবেন ও বাকি অর্ধেক সদস্য নির্বাচিত হবেন সারা দেশে দলের প্রাপ্ত ভোটের শতকরা হিসাবে। এবার জার্মানির জাতীয় নির্বাচনে দেশটির সোয়েস্ট জেলার নির্বাচনী আসন ১৪৬-এ গ্রিন পার্টি থেকে লড়ছেন প্রবাসী বাংলাদেশি শাহাবুদ্দিন মিয়া। তিনি বর্তমানে জার্মানির নরদরাইন ভেস্টফালেন রাজ্যের সোয়েস্ট জেলা পরিষদের সদস্য। প্রায় দুই দশক ধরে জার্মানির পরিবেশবাদী রাজনৈতিক দল গ্রিন পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তিনি। শাহাবুদ্দিন ২০১৭ সালে জাতীয় নির্বাচনেও একই দল থেকে  প্রতিদ্ধন্ধিতা করেছিলেন।

জার্মানিতে দলটির সমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এ বছর জাতীয় নির্বাচনে অধিকাংশ ভোট পাবে বলে ধারণা করা হচ্ছে। জনসমর্থন বাড়ায় এবার জয়ের ব্যাপারে আশাবাদী প্রবাসী শাহাবুদ্দিন মিয়া। নির্বাচিত হলে তিনিই হবেন জার্মান পার্লামেন্টে প্রথম বাংলাদেশি সদস্য। তাঁর বাড়ি মাদারীপুরের বাজিতপুরে।

সর্বশেষ খবর