শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শিয়ালের সঙ্গে সখ্য আরজুর

বাবুল আখতার রানা, নওগাঁ

শিয়ালের সঙ্গে সখ্য আরজুর

‘রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খ্যাঁকশিয়ালের বিয়ে হচ্ছে’ দুই লাইনের ছড়াটি বেশ মজার হলেও লোকালয়ের কাছাকাছি বসবাস করা শিয়ালের সঙ্গে মানুষের তেমন সখ্য নেই। বন কেটে লোকালয় বাড়ার কারণে ক্রমেই এদের সঙ্গে দূরত্ব বাড়ছে। তবে মানুষের সঙ্গে শিয়ালের বন্ধুত্ব অনেকটা অসাধ্য হলেও খ্যাঁকশিয়ালের সঙ্গে বন্ধুত্ব তৈরি করেছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধবিহার নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু। সন্ধ্যা নামলেই শিয়ালের দল গর্ত থেকে দল বেঁধে বেরিয়ে আসে। জড়ো হয় ডাকবাংলোর সামনে। অপেক্ষা কখন আসবে তাদের মনিব ফজলুল করিম আরজু। কারণ প্রতিদিন রাতে শিয়ালের জন্য খাবার নিয়ে হাজির হন তিনি। এভাবেই ধীরে ধীরে শিয়ালের সঙ্গে আরজুর বন্ধুত্ব গড়ে ওঠে। খাবার দিয়ে শুরু হয় কাছে ভিড়ানোর চেষ্টা আর ডাকাডাকি। ডাক দিলেই গর্ত থেকে বেরিয়ে আসে শিয়ালগুলো। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধবিহার পাহাড়পুরে শতাধিক শিয়ালের বসবাস রয়েছে। আর এই শিয়ালের সঙ্গে মানুষের মিতালি দেখতে অনেক দর্শনার্থী পাহাড়পুরে আসেন। আর এটি এখানকার প্রতিদিনের চিত্র।

রাতে ঘটনাটি দেখতে আসা দর্শনার্থী আসাদুর রহমান জয়, আবদুর রউফ পাভেল জানান, মানুষের সঙ্গে পাখির বন্ধুত্বের খবর আমরা জানি কিন্তু শিয়ালের সঙ্গে মানুষের বন্ধুত্বের বিষয়টি বেশ সাড়া ফেলেছে পুরো জেলায়। আর এ অসাধ্য কাজটি সাধন করেছেন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান ও তার দুই সহকর্মী। শিয়ালের সঙ্গে মানুষের ভালোবাসা ও সখ্যের মেলবন্ধন আসলেই অপূর্ব এক দৃশ্য। পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু বলেন, শিয়ালগুলো দেখতে অনেকটা ছোট। এরা নিরীহ ও অসহায় প্রকৃতির প্রাণী। এরা ক্ষুধা পেলেই বাসার দরজায় এসে শব্দ করে ডাকাডাকি করে। প্রতিদিন তাদের জন্য আলাদা করে চাল কিনে ভাত, খিচুড়ি ও পাউরুটি দেওয়া হয়। তবে চিড়িয়াখানা ও বনবিভাগ কর্তৃপক্ষ যদি বিলুপ্ত এই প্রাণীটিকে রক্ষার দায়িত্ব নেয় তাহলে এটি রক্ষা করা সম্ভব। তিনি আরও বলেন, এই কাজে তাকে অন্য দুই সহকর্মী সাহায্য করে থাকেন। তারা বলেন, প্রতিদিন খ্যাঁকশিয়ালের জন্য খাবার রান্না করা হয়। আমরা যে খাবার খাই সেই খাবার শিয়ালগুলোকে দেওয়া হয়। তারা যতদিন থাকবেন ততদিন এই প্রাণীদের জন্য খাবার সরবরাহ করবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর